আমাদের কথা খুঁজে নিন

   

দেখেনিন, কিভাবে করবেন ফেসবুকে শিডিউল পোস্ট !!

বেশ কিছু দিন ধরেই একটা সমস্যা তে ভুগছিলাম । আমার ফেসবুকে একটা পেইজ আছে এবং মাশাল্লাহ অনেক লাইক আচ্ছে আমার পেইজে । মাশাল্লাহ ভালই চলছিল, কিন্তু ইদানিং ফেসবুকের নতুন কিচু ধংয়ের জন্য আমার পেইজের একটিভিটি কমছিল, কারন ভার্সিটির ক্লাস, অফিস সব মিলিয়ে ফেসবুকে একদমই সময় দিতে পারছিলাম না আর সময় না দেয়ার কারনেই আমার পেইজ দিনে দিনে মরতেছিল । । তখন ওয়ার্ড প্রেস এর অন্য শিডিউল পোস্তের প্রয়োজনীয় তা খুব অনুভব করছিলাম !! এবং পেয়েও গেলাম ।

আজকে সেটাই আপনাদের সাথে সেয়ার করতে আসলাম ।
যাইহোক প্রসঙ্গে আসি, ফেসবুকে অনেক কিছুই নতুন এসছে বিভিন্ন এপ্লিকেশনের ব্যবহারের কারনে। টাইমলাইনও একটি ই ছিল। বিভিন্ন তারিখের পোস্টগুলো একই দিনে দেওয়ার ব্যবস্থার জন্য তৃতীয় পক্ষের কাছে যেতে হতো ব্যবহারকারীদের। এপ্লিকেশন ব্যবহার না করে এখন সরাসরিই ব্র্যান্ড পেজের এডমিনরা আগে থেকে পোস্ট দিয়ে রাখতে পারবে।


এজন্য অবশ্য কয়েক ধরনের অনুমোদন ব্যবস্থা চালু আছে। নিচে দেখুন এডমিনদের কারা কি কাজের আনুমোতি পাবেন।
আপনি পেজের পোস্ট করতে গেলে নিচের বাম পাসে ঘড়ি চিহ্ন দেখতে পাবেন ওখানে ক্লিক করলেই তারিখ সেট করার অপশন পাবেন। আর শিডিউল করে রেখে দিন আপনার পোস্ট। সময় বাঁচবে অনেক।



নিশ্চয়ই সবাই ব্যাপার টা বুঝতে পারছেন । আশা করি এখন অনেকেরি সময় বাঁচাবে । কোন সমস্যা হলে আমাকে নক করতে পারেন আমার ফেসবুক প্রফাইলে ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.