আমাদের কথা খুঁজে নিন

   

কুতর্কের দোকানঃ ব্যর্থতার বাতায়ন নাকি প্রতিশ্রুতির বাস্তবায়ন!!!

বাস্তবতাময় প্রকাশ্য

(নোট'স- মাঝে মাঝে ব্লগ লিখতে গিয়ে, বিবেকের বোতামগুলো খুলে দেখি- 'কুতর্কের দোকান' খুলে বসেছি! 'অলিক কু নাট্যরঙ্গে, মজে আছি রাঠে ভঙ্গে, নিরিখিয়া প্রানে নাহি সয়'। তাইতো আধ্যাত্বিক সংস্পর্শ নিতে ছুটে যাই সাঁইজির কাছে। একতারা হাতে নিয়ে সে গান ধরে- "সিরাজ সাঁই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান সে করে না আর"। কিন্তু কুতর্ক এড়ানোর জন্য সপ্ত তলা ভেদ করে হাওয়ার ঘরে পৌছানো আমার পক্ষে সম্ভব না। আর তাই সাঁইজিকে সাথে নিয়েই খুলে বসেছি, লিখছি ব্লগ 'কুতর্কের দোকান'। আশা করছি, এ দোকান ধারাবাহিকভাবেই খুলবো)। বুঝলা জেমান, লোডশেডিং এরও আছে ইতিবাচক অবদান.. অবাক হইয়া কইলাম- 'কন কি সাঁইজি? অন্ধকারে অবদান পাইলেন কৈ? সাঁইজি একতারাটা হাতে নিয়া কন্ঠ ছাড়িল- ♫♪ও মন তুমি, খুঁজতে জানো না পায়ের নিচে রইলো পড়ি হাত দিলেই পাইতা সোনা মন তুমি, খুঁজতে জানো না♫♪ সুরের মায়া কাটাইয়া আমি কইলাম- 'অন্ধকারে খুঁজলে হয়তো সোনা পাইতাম, কিন্তু অনেক খুঁইজাও তো লোডশেডিংএর অবদান পাইতাছি না!! সাঁইজি কইলো- 'বৎস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় কহিয়াছিলো- 'দশ ট্যাকা সের চাইল দিবো, ঘরে ঘরে চাকরী দিবো, ফ্রি'তে সার দিবো, বিরোধী দল থাইকা ডেপুটি স্পিকার দিবো, ঈদের পর ইচ্ছা কইরা লোডশেডিং দিবো... বিষ্ময় লইয়া কইলাম- 'সাঁইজি, খুঁজতে গিয়া অবদান, এ তো দিতাছেন ব্যর্থতার খতিয়ান? মুচকি হাসিয়া, সাঁইজি কইলো- 'এখানে শুধু ব্যর্থতার মেঘই দেখলা, আড়ালে থাকা সফলতার সূর্য দেখলা না!! তোমরা শুধু লোডশেডিংয়ের আধারই দেখলা, প্রতিশ্রুতি পালনের আলো দেখলা না! বৎস, অন্য সবকিছুতে যেখানে খুলিয়াছে ব্যর্থতার বাতায়ন, ঘনঘন লোডশেডিং যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। তাই লোডশেডিংয়ে হতাশ হইয়ো না! বরং আরো লোডশেডিং কামনা কর!! ইহাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হোউক, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অভ্যাস হোউক। বলিয়াই সাঁইজি একতারা হাতে নিলো- ♫♪লোডশেডিং এমনে প্রতিশ্রুতি ভূবনে বাস্তবায়নের অভ্যাস করে, গোপনে গোপনে♫♪ আমি লোডশেডিংয়ের অন্ধকার অজ্ঞতায় চুপসে গেলাম। সাঁইজি হাসিয়া কইলো- 'বুঝলাতো জেমান, লোডশেডিংয়ের ইতিবাচক অবদান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।