আমাদের কথা খুঁজে নিন

   

কুতর্কের দোকানঃ সরকারের স্লো হ্যান্ডওয়াস!

বাস্তবতাময় প্রকাশ্য

বিশ্ব হাত ধোয়া দিবসে সাঁইজি কইলো- 'কি হে জেমান, সরকারের হ্যান্ডওয়াস স্লো নাকি রে? অবাক হইয়া কইলাম- 'কন কি সাঁইজি? যে গনতন্ত্রের আড়ালে সৈরাতন্ত্রের থাবা, আইসিটি অধ্যাদেশ পাশ করে সে হ্যান্ড এবং ভায়া হ্যান্ডওয়াস স্লো হয় ক্যামনে? সাঁইজি হাসিয়া কইলো- 'এ অধ্যাদেশ এত দেরীতে পাশ হওয়াইতো স্লো! নাকি? কিছু না বুঝিয়া আমি কইলাম- 'মানে কি? সাঁইজি কইলো- 'বৎস, শব্দের চাইতে আলোর বেগ বেশী হওয়ায় আমরা বজ্রের আলো দেখি... আগে আর বজ্রপাতের শব্দ পাই পরে। তাইতো বজ্র চমকাইতে দেখিলে কান বাঁচাইতে, সঙ্গে সঙ্গে কানে হাত দেই! এখন কথা হইলো- 'সরকার ৫ সিটিতে জন ক্ষোভের বজ্র চমকানি দেখলো কয়েক মাস আগে আর সমালোচনার বজ্রপাত থাইকা বাঁচতে আইন পাশে কানে হাত দিলো এখন! হ্যান্ডওয়াস কি স্লো হইয়া গেল না? আমি হাসিয়া কইলাম- 'সাঁইজি, সরকারের হ্যান্ডওয়াস স্লো হইলেও আতংক কিন্তু ফার্স্ট কাজ করতাছে.. অবাক হইয়া সাঁইজি কইলো- কিরুপ? আমি কইলাম- 'নৌকা যখন ডুবতে থাকে, নৌকার যাত্রীরা আতংকে ছোটাছুটি করতে থাকে। আইসিটি অধ্যাদেশ হইলো ডুবতে বসা নৌকার যাত্রীদের আতংক ছটফটানি। আতংকে জ্ঞানশুন্য এ বেকুবেরা জানে না- 'এমন ছটফটানিতে নৌকা ডুবি বন্ধ হয় না বরং আরো তরান্বিত হয়। ***কুতর্কের দোকানের আগের লেখা- অগ্নিসম জালা নিভাইতে বিদ্যুৎফুল মালা!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।