আমাদের কথা খুঁজে নিন

   

মালিতে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। এ সংঘাত তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির উত্তরাঞ্চলের কিদাল শহরে পাহারারত সেনাদের ওপর অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে সেনারাও পাল্টা গুলিতে জবাব দেয় বলে জানা যায়।

কিদাল থেকে আঞ্চলিক গভর্নর আদামা কামিসোকো জানিয়েছেন, শহরে প্রচুর গোলাগুলি হয়েছে। বন্দুকধারীদের গুলিবর্ষণের জবাবে মালির সেনারাও পাল্টা গুলি ছুঁড়ছে। হামলাকারী বন্দুকধারীরা কারা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

তবে হামলাকারীরা ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাবাদ (এমএনএলএ) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এক বছরেরও বেশি সময় ধরে মালির সেনাদের সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলার পর ফ্রান্স হস্তক্ষেপ করে। ফরাসি হস্তক্ষেপের পর পরাজিত বিদ্রোহীদের সঙ্গে গত জুনে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।