আমাদের কথা খুঁজে নিন

   

মালিতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১২৭ সেনা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাচ্ছেন সেনা ও নৌ-বাহিনীর মোট ১২৭ জন সদস্য। তাদের মধ্যে  সেনাবাহিনীর ১১২ জন ও নৌ-বাহিনীর ১৫ জন।

আজ মঙ্গলবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের একথা জানান সেনাবাহিনীর সদর দফতর ও যান পরিদফতরের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুস সোবহান চৌধুরী পিএসসি, এলএসসি।

কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন এএফডব্লিউসি পিএসসির নেতৃত্বে আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতিসংঘের ভাড়া করা জর্দান এয়ারওয়েজের একটি বিমানে করে যাত্রা করবেন ১২৭ সদস্যের এ দলটি।

এই প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নসহ অন্যান্য সাপোর্ট সার্ভিসের মোট ৫টি এবং নৌ-বাহিনীর ১টিসহ মোট ৬টি কন্টিনজেন্ট শান্তিরক্ষার দায়িত্বে মোতায়েন হতে যাচ্ছে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।