আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের চেক ভাঙানো বন্ধ বাংলাদেশে- ফ্রিল্যান্সারদের মাথায় হাত

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব...

**গুগল এডসেন্সের চেক ভাঙানো নিষেধ করল বাংলাদেশ ব্যাংখ** বিপাকে হাজার হাজার ফ্রিল্যান্সার কমতে শুরু বৈদেশিক আয় এই মুক্তপেশাজীবিদের মধ্যে সিংহভাগ অর্থ উপার্জন করছে গুগল এডসেন্সের মাধ্যমে। যেগুলোর চেক সরাসরি আসে আমেরিকা থেকে। যেগুলোর মধ্যে আমেরিকান সিটি ব্যাংকের চেক উল্লেখযোগ্য। যে চেকগুলো অধিকাংশ চেকই পূর্বে ভাঙ্গান হত ইসলামী ব্যংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক এ চেকগুলো সবচেয়ে কম খরচে মাত্র ৩৪৫ টাকায় ক্যাশ করে দিত।

এছাড়া ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংকসহ আর কিছু ব্যাংকও চেকগুলো ভাঙ্গাত। কিন্তু হঠাৎ করে গত ২১ শে আগষ্ট ২০১৩ থেকে সবগুলো ব্যাংক চেক ভাঙ্গানো বন্ধ করে দেয়। খোজ নিয়ে জানা যায় সবগুলো ব্যাংকই চেক ভাঙ্গাত স্টান্ডার্ড চার্টাড ব্যাংকের মাধ্যমে। স্টান্ডার্ড চার্টাড ব্যাংক চেক গ্রহণে অপরাগতা প্রকাশ করায় কোন ব্যাংক আর চেক ভাঙ্গাতে পারছে না। স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক থেকে এই চেকগুলো ভাঙ্গাতে নিষেধাজ্ঞা জারি করায় তারা আর চেক ভাঙ্গাতে পারছে না।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সন্তোষজনক জবাব পাওয়া যায় নি। এদিকে প্রতিদিনই মাথার ঘাম পায়ে ফেলে আয় করা হাজার হাজার ডলারের চেকগুলো জমা হচ্ছে মুক্তপেশাজীবিদের হাতে। কিন্তু ভাঙ্গাতে না পারায় চেকগুলো মূল্যহীন হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ব্লগে লেখালেখি হওয়া সত্যেই কোন লাভ হচ্ছে না। সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ রেজাল্ট ডট কমের এডমিন শাওন জানান:“আমিসহ আমার আন্ডারে প্রায় ১০ জনের মত কাজ করছি আমাদের ওয়েবসাইটে, আমাদের আয়ের উৎস একমাত্র এডসেন্সের চেক।

চেকগুলো ভাঙ্গাতে না পারায় চরম বিপদের মধ্যে পড়েছি। প্রতিমাসে আমার আন্ডারে যারা কাজ করে তাদের টাকা কিভাবে দিব সেই চিন্তায় আমি ভেঙ্গে পড়েছি। ” বিডিঅলইনফো ডট কমের এডমিন সাদ্দাম, ফাহিম ও নাদিম জানান “বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেশকে অনেক এগিয়ে নিছে। সরকারের শেষ সময়ে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত সত্যিই হতাশা জনক। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি।

” বি.এ.এফ শাহীন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহ জামাল জানান “আমি ২০১১ থেকে শিক্ষকতার পাশাপাশি মুক্তপেশাজীবি পেশায় জড়িত, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত আমাকে হতাশ করে দিয়েছ, আমি দ্রুত এই সমস্যার একটা সমাধান দাবি করছি। ” তরুনদের আয়ের অন্যতম উৎস এই গুগল অ্যাডসেন্সের চেক যাতে আবার অতিদ্রুত ভাঙ্গানো শুরু করা সম্ভব হয় এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে। সূত্র: টেক টিউনস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।