আমাদের কথা খুঁজে নিন

   

শখের বাহার : শাহরিয়ার নাফীস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শাহরিয়ার নাফীস। ভালোবাসেন ঘুরতে। পছন্দ করেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। সংগ্রহে আছে নানা রকমের গাড়ির ছোট প্রতিলিপি।
ভিন্ন ধরনের শখ তাঁর।

বিভিন্ন নামী ব্র্যান্ডের গাড়ির আসল প্রতিলিপি (স্কেল মডেল) জমানো। এভাবে প্রায় ৭০টি গাড়ির প্রতিলিপি এখন সংগ্রহে আছে। এই শখ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস আহমেদের।
শাহরিয়ার নাফীস বলেন, ‘আমার শখের কাজ তিনটি। পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়ানো আর গাড়ির প্রতিলিপি জমানো।


ছোটবেলা থেকেই পড়াশোনা আর ক্রিকেটই তাঁর ধ্যানজ্ঞান। দুই ক্ষেত্রেই সফল তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএর পাট চুকিয়েছেন। এরপর পুরো সময়টা শুধু ক্রিকেটের জন্য।
জমকালো পোশাক পরতে খুব একটা পছন্দ করেন না এই ক্রিকেটার।

যেকোনো সুতির পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। খেলার বাইরে বেশির ভাগ সময় ট্রাউজারই পরেন। এ ছাড়া জিনস ও গ্যাভার্ডিনের প্যান্টও পরা হয়।
শাহরিয়ার নাফীসের প্রিয় রং কালো। তাই চেষ্টা করেন কালো রঙের পোলো শার্ট, টি-শার্ট পরতে।

তবে মাঝেমধ্যে অন্যান্য রঙের পোশাকও তাঁর পরা হয়ে থাকে বলে জানান। চেক শার্ট শাহরিয়ার নাফীসের ভালো লাগে।
পারিবারিক বা যেকোনো ধরনের অনুষ্ঠানে সাধারণত পাঞ্জাবিই বেছে নেন। শীতকাল ছাড়া অন্যান্য সময়ে পাঞ্জাবির সঙ্গে পায়জামা ও স্যান্ডেল পরেন।
খেলার বাইরে খুব কেতাদুরস্ত পোশাক বা জুতা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

সব পোশাকের সঙ্গে দুই ফিতার স্যান্ডেল পরতে পছন্দ করেন তিনি।
হাতে ঘড়ি পরতে ভালোবাসেন। সিকো আর টাইটান ব্র্যান্ডের ঘড়ি নিয়মিত পরেন। কখনো কখনো ফাস্ট ট্রাক ও ক্যাসিও ঘড়ি পরা হয়।
নিজেকে ভোজনরসিক দাবি করে শাহরিয়ার নাফীস বলেন, ‘খাওয়াদাওয়ার ক্ষেত্রে আমার কোনো বাছবিচার নেই।

সামনে যা পাই, তা-ই খেতে পছন্দ করি। শুঁটকি মাছ না খেলেও ভারতীয়, চীনাসহ সব ধরনের খাবার খেতে পছন্দ করি। ’
পরিবারের সবাই মিলে একসঙ্গে সকালের নাশতা ও রাতের খাবার খান। আইপ্যাড আর আইফোন শাহরিয়ার নাফীসের নিত্যসঙ্গী। প্রতিদিন খবরের কাগজ পড়েন আইপ্যাডের পর্দায়।

ক্রিকেটার শাহরিয়ার নাফীস স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে দেশ-বিদেশের সিনেমা দেখেন। অ্যাকশন সিনেমাই টানে তাঁকে।
ক্রিকেটের বাইরে তাঁর পছন্দের খেলা ফুটবল। আর্জেন্টিনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের খেলা নিয়মিত দেখেন তিনি। এই হচ্ছেন ক্রিকেটার শাহরিয়ার নাফীস।


সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।