আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সিং এর জন্য কি আপনি যোগ্য?

সকলে আমার সালাম নিবেন।
ফ্রিল্যান্সিং কথাটি কিন্তু অনেক ব্যাপক। না আমি আপনাদেরকে এই কথাটির মানে বুঝাতে চা্ছি না। তবে কিছু নতুন ভাই-বোনদের উপকারার্থে কিছু মূল্যবান কথা বলতে চাচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি একটু ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে চাই, আয় করতে চাই।

কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন? আপনি ইংরেজীতে কেমন? এধরনের আরো অনেক কিছু। তারপর যে রেজাল্টটি পেলাম তা এরকম।
ভাই মোটামুটি ইংরেজী পারি এবং কম্পিউটারের কিছু লেখার কাজ জানি, ফেসবুক, টুইটার আর একটু সফটওয়্যার ইন্সটল করতে পারি। আর উইন্ডোজ সেভেনকেও ইন্সটল দিতে পারি।
এখন বলুন।

এই যোগ্যতা নিয়ে কি সহজে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে?। একদম না বললে ভুল হবে। তবে এধরনের লোক মাসে ৩০ ডলা আয় করতে হিমশিম খেয়ে যাবে। তারপরে যদি আবার অভিজ্ঞতা না থাকে।
তাই আমার প্রধান পরামর্শ।

দয়া করে ফ্রিল্যান্সিং এর পথে নামার আগে নিজের ইংরেজীর পরীক্ষা করুন, আপনি কি কি কাজ করতে পারেন, কি কি আপনার ভূল আছে, আপনার এটিকেট, আপনি অলস কি না, আপনার এলাকায় ঘন ঘণ কারেন্ট যাওয়ার সমস্যা আছে কিনা ইত্যাদি আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে গুরুত্বর্পূন হলো আপনি কি কি কাজ পারেন।
তাপর ইন্টারনেটে থেকে টাকা আয় করার চেষ্টা করুন। আর তা ছাড়া কিছু সাইট আছে যারা ভিজিট করলে টাকা দেয়, সাইন আপ করলে টাকা দেয় এধরনের ভাল কিছু সাইটে কাজ করে ঘোরাফেরা করে নিজের অভিজ্ঞতাকে বাড়াতে পারেন। আয় খুব সামান্য হলেও অভিজ্ঞতা তো হবে!
আমার একটি ব্লগ লেখা শুরু করেছি শুধুমাত্র ইন্টারনেট থেকে টাকা আয় এর প্রসংগ নিয়ে।

আপনার চাইলে এখানে ক্লিক করে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.