আমাদের কথা খুঁজে নিন

   

টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়

তবে তুরস্কের ত্রাবজোন্সপোরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে ইতালির লাৎসিও। ইতালির ফিওরেন্তিনা, রাশিয়ার রুবিন কাজান, স্পেনের সেভিয়া এবং ফ্রান্সের অলিম্পিক লিও অবশ্য জয় পেয়েছে। প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে জয় পেয়েছে স্পেনের ভ্যালেন্সিয়াও। রাশিয়ার আরেক দল কুবান ক্রাসনোদারকে ২-০ গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে ওয়েলসের সোয়ানসি সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ভ্যালেন্সিয়া। মাখাচখালার মাঠে ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যামের দুই গোলদাতা ইংল্যান্ডের স্ট্রাইকার জার্মেইন ডিফো ও বেলজিয়ান মিডফিল্ডার নাসের চাদলি। তুরস্ক সফরে ২২ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে লাৎসিও। ২৯ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার ওজেনি ওনাজি একটি গোল ফিরিয়ে দিলেও ছয় মিনিট পর ব্যবধান ৩-১ করে স্বাগতিক ত্রাবজোন্সপোর। শেষ পর্যন্ত ৮৪ ও ৮৫ মিনিটে বদলি স্ট্রাইকার সার্জিও ফ্লকারির পর-পর দুই গোলে মান বাঁচায় লাৎসিও।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।