মঙ্গলবার রাতে চেলসি ২-০ গোলে সোয়াইনডন টাউন এবং টটেনহ্যাম ৪-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
নক আউট ভিত্তিক টুর্নামেন্টে প্রতিপক্ষের মাঠ কাউন্টি গ্রাউন্ডে ম্যাচের ২৯ মিনিটে গোল করেন চেলসির স্পেন স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। স্প্যানিশ মিডফিল্ডার মাতার জোরালো শট দ্বিতীয় বিভাগের দল সোয়াইনডনের গোলরক্ষক ঠিকভাবে ফেরাতে না পারায় বল চলে আসে সুযোগ সন্ধানী তোরেসের নাগালে। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন তিনি।
৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রামিরেস। তোরেসের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে ব্রাজিল মিডফিল্ডারের ডান পায়ের শট গোলরক্ষকতে পরাস্ত করলে অতিথিদের জয় নিশ্চিত হয়ে যায়।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া জোসে মরিনিয়োর শিষ্যরা দ্বিতীয়ার্ধের সোয়াইনডনের ওপর মারাত্মক চাপ তৈরি করে। এ সময়ে বেশি কয়েকটি সুযোগ হলেও তার একটিও অতিথিরা কাজে লাগাতে পারেনি।
টটেনহ্যাম-অ্যাস্টন ভিলা
গোলের পর টটেনহামের জার্মেইন ডিফোর উদযাপন নিজেদের মাঠ ভিলা পার্কে টটেনহামের কাছে পাত্তাই পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ নম্বরে থাকা দলটি।
চলতি মৌসুমে দুই নম্বরে থাকা টটেনহামের পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন জার্মেইন ডিফো। একটি করে গোল করেছেন নাসের চাদলি ও পলিনিয়ো।
গোলের পর টটেনহামের জার্মেইন ডিফোর উদযাপন
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যাস্টন ভিলার প্রতিরোধ ভেঙ্গে দলকে এগিয়ে নেন ডিফো।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনিয়োর গোলে ব্যবধান বাড়ায় অতিথিরা। এরপর দুই দল বেশ কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলোর একটিও সাফল্যের মুখ দেখেনি।
তবে খেলার শেষ ৭ মিনিটে আরো দুই গোল করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহাম। ৮৫ মিনিটে চাদলি ও খেলার ইনজুরি সময়ে ডিফো আবার লক্ষ্যভেদ করেন।
দিনের অন্য খেলাগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের দল হাল সিটি ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। অতিরিক্ত সময়ে নরউইচ ৩-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। একই ব্যবধানে ওয়েস্ট হাম ইউনাইটেড হারিয়েছে কার্ডিফ সিটিকে।
বার্নলি ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। একই ব্যবধানে লিস্টার সিটি হারিয়েছে ডার্বি কাউন্টিকে। সাউথ্যাম্পটন ২-০ গোলে হারিয়েছে ব্রিস্টল সিটিকে। একই ব্যবধানে সান্ডারল্যান্ড হারিয়েছে পিটারবোরো ইউনাইটেডকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।