যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি শিক্ষার কার্যক্রম ইংলিশ ইন অ্যাকশন (ইআইএ) দেশব্যাপী মেলার আয়োজন ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটি বরিশালের ৮টি উপজেলাসহ ঢাকা, খুলনা এবং সিলেটের ৩৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে। 'আনন্দে শিখি ইংরেজি-ইংলিশ ইন অ্যাকশন' নামের এই সিরিজটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন শিক্ষক, ছাত্র এবং ইংরেজি শিখতে আগ্রহীরা।
কমিউনিকেটিভ পদ্ধতিতে পাঠ, খেলা এবং মোবাইলের মাধ্যমে ইংরেজি শিক্ষার ব্যাপারে জনগণকে সচেতন ও আরো আগ্রহী করে তুলতে ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের প্রচারণা হিসেবে এই মেলাটির আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হলো সব শ্রেণীর মানুষকে ইংলিশ ইন অ্যাকশনের পদ্ধতি ব্যবহারের একটি অনন্য এবং অভিনব সুযোগ ও অভিজ্ঞতা দেওয়া। সহজ এবং বিনোদনমূলক পদ্ধতিতে ইংরেজি শিক্ষার বক্তব্য তুলে ধরবে এই মেলা। সরকারের প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে উপজেলা শিক্ষা দফতরগুলোর সহায়তায় আয়োজিত হচ্ছে এই মেলা। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, কৃষক, দোকানী, গৃহিণী সব বয়সের মানুষের জন্য রয়েছে তথ্য, শিক্ষা এবং বিনোদনের জন্য পৃথক পৃথক বুথ যেখানে তারা ইআইএ ক্লাশরুম, বিবিসি জানালার পাঠ সম্পর্কে জানতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।