মনের কস্ট থেকে এই পোস্টি লিখতে বস্লাম, না লিখলেও পারতাম, তবে আমার মত অন্য কাউকে যেন ডলার কেনা বেচা করতে ধান্দাবাজের হাতে পড়তে না হয়, সে জন্য এই সচেতনাত মুলক টিউন। সবাইকে সালাম জানিয়ে মুল কথায় চলে আসি।
আমি একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার সাইট পরিচালনা করছি, তাই মাঝে মধ্যেই Paypal, Skrill এগুলুতে ডলার এর প্রয়োজন হয়, আজ সকালে আমার ডলার এর ভীষণ প্রয়োজন পরে, কিন্তু পরিচিত কারো কাছেই ডলার পাচ্ছিলাম না। আমার client এর কাছ থেকে টাকা নিলেও তাকে জিনিশ বুঝিয়ে দিতে পারছিলাম না ( উল্যেখ্য, আমার দরকার ছিল monebookers /Skrill এর ডলার, paypal এ ডলার থাকলেও তা খরচ করেতে ইসসে করছিল না ) ।
বিভিন্ন সাইট ঘুরে facebook eএর গ্রুপ ঘুরে সেশ পর্যন্ত পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ডলার
নিচের লিঙ্ক এর ফেসবুক এর গ্রুপ এ পেয়ে গেলাম ডলার
https://www.facebook.com/groups/onlinevirtualdollarmarket/
দুপুর ৩.তার দিকে, আমি তাকে ফোন দিলাম, প্রথমে জিজ্ঞেশ করলাম, payza থেকে skrill e এক্সচেঞ্জ হবে কিনা, সে বলল , সে পায়যা তে লেনদেন করে না, আমি জিজ্ঞেশ করলাম তাহলে কি skrill এর Dolar সেল্ল করবেন?
সে বলল, ৭৮টাকা করে লাগবে, তার বিকাশ নাম্বার দিল, আমি তাকে হিসেব করে টাকা পাথিয়ে দিলাম ( কপাল খারাপ থাকলে জা হয়, আমি আরো ৫ ডলার এক্সট্রা কেনার জন্য তাকে টাকা বারিয়ে দিলাম, এবং এamar skrill একাউন্ট এওর details দিলাম।
সে বলল send করতেছে। অনেক্ষন হয়ে গেল, আমার skrill account এ dollar আস্তেছে না, এবার ফোন দিলাম ,
ও ভাল কথা , তার ফোন নামার ঃ ০১৮৫৩৩৩১১০০
বিকাশ নাম্বার ঃ ০১৮৩৭০০৮৩৯০
তারপর র কি ?। । মোবাইল বন্ধ, বন্ধ, বন্ধ, বন্ধ, বন্ধ,...। ।
রাতে একবার খুলছিল, আবার বন্ধ করে দিছে।
( আমি তাকে বিকাশ থেকে টাকা পাঠিয়েছি, তার transaction number:; 443596048)
এখানে তার profile link দিলাম
https://www.facebook.com/ashfqnrjhor?hc_location=stream
অই বেটা নাকি অডেসজক এও কাজ করে
আমার যা গেছে, তা তো গেলই, আপ্নারাও ডলার কেনা বেচার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, পরিচিত না হলে সামনাসামনি লেনদেন করুন, আর লেনদেন এর ক্ষেত্রে ব্যাংক লেনদেন করার চেস্টা করবেন। সবাইকে সকল প্রকার লেনদেন সাবধান হউয়ার পরামর্স রইল, আসা করি আমার মত বাটপারের হাতে আপনাকে পরতে হবে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।