ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও মাত্র নয় শতাংশ সুদে ঋণ রিসিডিউলিংয়ের সুবিধার আবেদন গ্রহণ করছে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। চলতি মাসের মধ্যে বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকাররা বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন সংগ্রহের কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ঋণপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট সকল মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারের কাছ থেকে আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
আইসিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট সব মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল নামে একটি তহবিল গঠন করা হয়েছে। আলোচ্য তহবিলের ব্যবস্থাপনার দায়িত্ব আইসিবির ওপর ন্যস্ত করা হয়েছে।
সরকার ঘোষিত প্রণোদনা স্কিম বাস্তবায়নের শর্তে এ তহবিল থেকে ঋণপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট সব মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সরকার ঘোষিত সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ওই ঋণ বিতরণ করা হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৩০ নভেম্বর। সরকার ঘোষিত এ প্রণোদনা প্যাকেজের সুবিধা পেতে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্ব স্ব মার্চেন্ট ব্যাংক অথবা স্টক সিকিউরিটিজ হাউজের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালে পুঁজিবাজারে ঘটে যাওয়া ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও ঋণ পুনঃতফসিলে মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজগুলোকে সহায়তা করতে সরকারের ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নেয় সরকার।
পুনঃঅর্থায়নের নীতিমালা অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত পুঁজিবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন। গত ২ জুলাই অর্থমন্ত্রী পুনঃঅর্থায়নের জন্য ৯০০ কোটি টাকা ছাড়ের বিষয়টি অনুমোদন করেন।
২২ আগস্ট পুনঃঅর্থায়ন তহবিল ছাড় বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অতপর ২৬ আগস্ট তা বিডিবিএলে জমা হয়। ইতোমধ্যেই সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজগুলো আবেদন গ্রহণের জন্য প্রস্তুত হলেও এ বিষয়ে এখনো কোনো সিকিউরিটিজ হাউজে এ বিষয়ে আবেদন করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।