আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাকআপ ফাইল থেকে রম Restore করার পদ্ধতি এবং Rain-w35 Rom (For TWRP Enabled-Rooted Users Like Symphony W35)

আসসালামু আলাইকুম...
যদি রুট, ব্যাকআপ সম্পর্কে জানা না থাকে তাহলে আগে দেখে নিন...
পদ্ধতিঃ
১. ব্যাকআপ করা না থাকলে এখান থেকে ব্যাকআপ করার পদ্ধতি শিখুন এবং অবশ্যই আপনার সুস্থ রমটির ব্যাকআপ রাখুন।
২. আপনার ব্যাকআপ ফাইলগুলো Internal Memory Storage এ TWRP/BACKUPS/"Your Desired Folder Name" Folder এ রাখুন। আর যারা Rain-W35 Rom Download করেছেন তারা "Rain-W35.zip.001" টি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপুন এবং এরপর 7z Option এ গিয়ে Extract Here চাপুন। দেখবেন TWRP নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এবার ফোল্ডার টি আপানার ইন্টারনাল Storage এ রাখুন।


৩. আপনার সুস্থ বা অসুস্থ সেটটি বন্ধ করুন! ভাইব্রেশন  না হওয়া পর্জন্ত অপেক্ষা করুন।
২. এবার Volume Up এবং পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত রিকভারি স্কিন না আসে।
৩. স্ক্রিনে আপনি নিচের অপশন গুলো দেখতে পাবেন। হুবুহু এরকম না দেখে আবার কান্নাকাটি শুরু কইরেন না! অপশন একই রকম থাকবে।

৪. এরপর আপনার রমটি বা ব্যাকআপ ফোল্ডারটি সিলেক্ট করুন।



৫. এই স্টেপ টা সবচেয়ে গুরুত্বপূর্ণ...!!!
ক) আনব্রাইকড ইউসার রা প্রথমে নিচের মত করে system,cache,data তে মার্ক দিন। তারপর স্লাইডার টানুন। অপেক্ষা করুন। ২০০ সেকেন্ড লাগার কথা। Process Complete হয়ে গেলে Reboot>System চাপুন।

অন হতে শময় নেবে। অন হবার পর রম স্টেবল হবার জন্য ৫ মিনিট টাইম দিন। এরপর মজা করে ব্যাবহার করুন...!! কোন সমস্যা হলে খ অনুসরণ করুন।
খ) ব্রাইক উসাররা উপের নিয়মে একবার ট্রাই করবেন। না হলে নিচের মত করে সব সিলেক্ট করে স্লাইডার টানুন।



 
কোন ভুল করে না থাকলে অবশ্যই কাজ হবে। রমটি উপভোগ করতে পারবেন। আর যদি তালগোল পাকিয়ে ফেলেন তাহলে নিজে যে রমটির ব্যাকআপ রেখেছিলেন সেটা নিয়ম খ অনুসরণ করে Restore করুন।
Features: Android 4.1.1 kernel 3.4.0 (Stock) Base-band Stock
Xperia Walkman Xperia Movie Xperia Album Cybershot Camera (Have Some Bugs)  Motorola Camera (Fully Working) Galaxy Note III Launcher SOD Launcher With Floating Notification Galaxy S4 Lock screen with Notification  ES Explore Pro ES Task Manager Xposed Fremwork TubeMAte WP-8 Launcher(Not Full functional, And Don't even think about Updating) Pie Content Advanced Power Menu(Reboot, Recovery, Soft Reboot, Screen Shoot) Full Screen Caller Photo Proximity Auto Screen Turn Off when Phone is in Pocket. Shake to Reject Or Mute Call Skip Track using Volume Button(Have Some Bugs) Extended Volume Menu. Super User Pro Mx Player Pro Arm Ver-7
Facebook, Facebook Messenger, Temple Run, Google SMS MMS CONTACT BACKUP etc.
Requirement: ROOTED Symphony W35 TWRP Recovery Enabled A Strong Heart to care about Nothing!
 
Just Kiding. Nothing is gonna go wrong if you keep back up of your Current Rom(Very Very Important)
 
 
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.