(প্রিয় টেক) স্মার্টফোন মানেই ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা আর ব্যাটারি ব্যাকআপের জন্য হাহাকার। স্মার্টফোন যত উন্নত হচ্ছে ব্যাটারির ডেভেলপমেন্ট ঠিক সেভাবে হচ্ছে না বলেই এই বিপত্তি। স্মার্টফোন বিশেষ করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই নিয়ে দুশ্চিন্তা বেশি দেখা যায়। যাই হোক, এখন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায় হিসেবে অনেকেই স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যানিমেটেড এর বদলে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহারের পরামর্শ দেন। এই পন্থা আসলেই কাজ করে নাকি সেটাই আজকে আমরা দেখব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।