ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
সাম্প্রতিক পোস্ট মোছামুছি আর মন্তব্য মোছামুছি দেখে ব্লগ ব্যাকআপের কথা ভেবেছেন অনেকেই। আমি একটি টুল বানাবার চিন্তা ভাবনা করছি। আইডিয়াটা এরকম -
1। আপনার ব্লগের এড্রেস দিন
2। আপনার হার্ডড্রাইভের একটি ফোলডার বলে দিন
ঐ ফোলডারে আপনার প্রতিটি পোস্টের এইচটিএমএল, বিজয় সোর্স এবং ছবি পোস্টের নাম্বার অনুযায়ী সেভ হবে।
আর কি করা যেতে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।