আমাদের কথা খুঁজে নিন

   

মার্কেটপ্লেসে কেন তুলনামূলক কম রেটে কাজ করবেন না এবং কিছু ব্যতিক্রম

২. যারা তুলনামূলক কম রেটে কাজ করতে চায় তাদের সম্পর্কে ক্লায়েন্টের মনে বিরূপ প্রতিক্রিয়া জন্মায়। ব্যাপারটা এমন যে, আপনি কাজ জানেন না কিংবা কাজের মান ভাল না। খুব সহজ করে বলতে গেলে, ধরুন আপনি বাজারে গেলেন। দুটি কোম্পানীর একই পণ্য দেখলেন যার একটি দাম অপরটির চেয়ে একটু বেশী। কিন্তু দুটি কোম্পানীর কোনটির নামই এর আগে শোনেননি কিংবা জানেনও না।

তখন কি ভাববেন? যেটার দাম বেশী সেটাই ভাল নয় কি!!!
৩. আপনি যত ভাল কাজ পারুন, অপেক্ষাকৃত কম রেটে কাজ করতে চাইলে ক্লাইন্ট অনেক ক্ষেত্রে ভেবে বসে আপনার মাঝে প্রফেশনালিটির অভাব আছে।
৪. আপনি সময় ঠিকই খরচ করছেন, কাজও করছেন মাশাআল্লাহ কিন্তু অপেক্ষাকৃত কম রেটে। আপনি ভাবছেন এটা কোন সমস্যা নয়। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন, যেখানে একই সময় ব্যয় করে আরেকটু ভাল উপার্জনের সুযোগ আছে তবে কেন কম নিবেন? এতে কি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন না?
১. এমন একটা প্রজেক্ট পেয়েছেন যেটা আপনি করতেই চাচ্ছেন, মানে কোন ভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না। হয়তো কাজটা জানেন কিন্তু মার্কেটপ্লেসে কাজটি করা হয়নি।

কাজটি করলে আপনার পোর্টফোলিওটা অনেক সমৃদ্ধ হবে।
২. ক্লায়েন্টকে কোনভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না, এই ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনার পরিচিতি বাড়বে এবং সাথে সাথে আপনার পোর্টফোলিওটা ভারী হবে অনেকগুনে।
৩. হয়তো এই মূহুর্তে আপনার হাতে কোন কাজ নেই। তবে সেক্ষেত্রে আপনার মার্কেটিং ষ্ট্র্যাটেজিটা কিভাবে আরো ভাল করা যায় সেটা চিন্তা করাটা গুরূত্বপূর্ণ।
৪. ক্লায়েন্টের অনেক কাজ আগেও করেছেন এবং জানেন যে সে সময়মত পেমেন্ট করে এবং ভাল।

একান্তই তাকে সাহায্য করতে চাইলে কম রেটের কথা বিবেচনা করে দেখতে পারেন।
মোট কথা, নিজের কথা বিবেচনা করেই আপনি কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারেন। কিন্তু সেটা যেন আপনার নিয়মিত অভ্যাসে পরিণত নাহয়, যাতে করে আপনার ষ্ট্যান্ডার্ডকে নিচে নামিয়ে দিতে পারে।
কিভাবে কাজের রেট কমাবেন সে চিন্তা না করে ভেবে দেখুন কিভাবে কাজের মান বাড়ানো যায়, কারণ ক্লায়েন্ট সবকিছুর পরেও ভাল কাজটাই চায়।
আশা করি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে চলার পথে কথাগুলো আপনাদের কাজে আসবে।


ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক যে কোন সাজেশন পেতে আমাদের ডেভসটিম ইন্সটিটিউট ফেসবুক পেজ এ সরাসরি মেসেজ করতে পারেন কিংবা আমাদের সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন ডেভসটিম ইন্সটিটিউট সাইটে ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।