আমাদের কথা খুঁজে নিন

   

আরশিনগর'এর 'সে রাতে পূর্ণিমা ছিল' প্রদর্শনী



আরশিনগর'এর 'সে রাতে পূর্ণিমা ছিল' প্রদর্শনী ঢাকার মঞ্চপ্রযোজনায় 'কাঠুরে ও দাঁড়কাক' দেখেছিলাম ঢাবি অডিটোরিয়াম 'নাটমণ্ডল'এ। সম্ভবত 'দেশনাটক'এর প্রেজেন্টেশন। আজ শিল্পকলা একাডেমির নাট্য-নিরীক্ষণ হলে দেখলাম 'সে রাতে পূর্ণিমা ছিল। ' 'কাঠুরে ও দাঁড়কাক' গল্প, কিন্তু 'সে রাতে পূর্ণিমা ছিল' উপন্যাস। শহীদুল জহিরের।

লেখক শ. জ. মাত্র ৫৪ বছর বয়সে, ২০০৮-এ, হার্ট-অ্যাটাকে আকস্মিক প্রয়াত। এর আগে, ২০০১-এর এক ঈদের দিনগত রাতে, সম্পূর্ণ বিনা নোটিসে আমি শহীদুল জহিরের বাসায় হাজির হয়েছিলাম, তাঁর লেখার 'খুব খিয়াল করে পড়া' একজন পাঠক হিসেবে। ভক্ত হিসেবে। তখন তিনি থাকতেন বেইলি রোডে, সরকারের সচিবদের সরকারি আবাসনের একটি ফ্ল্যাটে, একা। সে রাতে প্রায় তিনঘণ্টা আড্ডাবাজি করি প্রথম সাক্ষাতেই।

এবং সেই-ই আমার একমাত্র দেখা, প্রিয় লেখককে। লেখকের মৃত্যুর পর, 'শহীদুল জহির স্মারকগ্রন্থে' আমার যে লেখাটি ছাপা হয়েছে, স্মৃতিগ্রস্থ লেখা, শিরোনাম, 'সে রাতে উৎসব ছিল। ' মানে সেই ঈদের রাতের নানান বিষয়ে কথোপকথনই আমাদের একমাত্র আড্ডার রাত। মনে করতে পারি, গল্পের ফাঁকে শহীদুল জহির নিজে দু'বার কফি করে খাইয়েছিলেন। তিনি একা থাকতেন।

আজ দেখলাম, সম্ভবত নটপাড়ার নতুন দল "আরশিনগর' প্রযোজিত 'সে রাতে পূর্ণিমা ছিল' প্রোডাকশন। 'সে রাতে পূর্ণিমা ছিল' সুহাসিনী গ্রামের মানুষের অসহায়ত্ব ও বিহবলতার গল্প। প্রেম, প্রেমহীনতা কিম্বা সম্মিলিত মানুষের বিভ্রান্তির গল্প। গল্প কিম্বা আখ্যান। আখ্যান কিম্বা ঘোর লাগা পূর্ণিমা রাতে সুহাসিনীর লোকেদের জীবন ও জাদুময় বাস্তবতার চন্দ্রগ্রস্থ ঝাপটা পটভুমি।

সে কারণেই, উপন্যাস হিসেবে 'সে রাতে পূর্ণিমা ছিল' যেমন আটকে রাখে পাঠককে, আজ দেখলাম, নাটক হিসেবে 'আরশিনগর'এর প্রযোজনাও আটকে রাখল দর্শককে। দর্শকসারিতে বসেও, আমি দুইঘণ্টা ঢুকে পড়েছিলাম মঞ্চে। মঞ্চে, আমিই তখন তোরাব আলী, আমিই তখন মফিজুদ্দিন, চন্দ্রভান, দুলালী, আমিই তখন মোল্লা নাসিরুদ্দিন। হয়ে পড়েছিলাম আমি নয়নতারা। ভালো লাগল, অনেক পরিশ্রমী প্রেজেন্টেশন, দলটির।

নির্দেশক রেজা আরিফ, আপনাকে আমার অভিনন্দন জানাচ্ছি, প্রথমত শহীদুল জহিরকে মঞ্চে উপস্থাপনের জন্যে, দ্বিতীয়ত 'সে রাতে পূর্ণিমা ছিল'এর টানটান কোয়ালিটির জন্যে। দর্শক হিসেবে আমি আমি সমৃদ্ধ হয়েছি সার্বিকভাবেই। 'সে রাতে পূর্ণিমি ছিল' সংশ্লিষ্ঠ সবাই কিম্বা 'আরশিনগর'এর পড়শিদের সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমি এর পরের প্রদর্শনীটাও দেখতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।