আমাদের কথা খুঁজে নিন

   

সকলকে জানাই শারর্দীয় শুভেচ্ছ,এবার আপনি হিন্দু ধর্মের বেশির ভাগ ধর্ম গ্রহন্ত ই-বুক আকারে পাবেন,বাংলা সর্ব বৃহওম হিন্দু ধর্মীও ব্লাগে।

নমস্কার.
সকলকে জানাই শারর্দীয় শুভেচ্ছ...............................
আমরা অনেক সময় হ্দিু ধর্মের বিভিন্ন ধর্ম গ্রহন্ত নেটে খুজা খুজি করি । তখন সব ধর্ম গ্রহন্ত  এক জাগায় পায় না। সেটা আমদের জন্য খুবি বিব্রতকর হয়ে দাড়ায়। তাই আপনরা যাতে সহজে  হিন্দু ধর্মের  বিভিন্ন ধর্ম গ্রহন্ত  নেটে পান তার জন্য আমরা কাজ করছি। আজ আমি আপনাদের কাছে কিছু হিন্দু ধর্ম গ্রহন্ত  ই-বুক আকারে হাজির করলাম ।

আমরা আশা করি পরবর্তীতে আপনাদের সহযোগিতা পেলে অন্য আর যত হিন্দু ধর্ম , গ্রহন্ত আছে সেটা আপনাদের কাছে পৌছিয়ে দিতে পারব। আর সকলের কাছে ‍অনুরধ আপনারাও এখানে লিখা,লিখি শুরু করেন। তাতে  সকল হিন্দু ধর্মলম্বীদের তাদের ধর্ম সম্পর্কে জানর জন্য  অনন্ত একটা জাগা পাবে। এমন কি, আমি এবং আপনি, হিন্দু ধর্ম সম্পর্কে যা জানি না সেটাও জানা সুজগ পাব। এখানে আপনি আপনার লেখার মাধ্যমে ধর্মীয় যে কোন বিষয় তুলে ধরতে পারেন ।

সাথে শাস্ত্রালোচনা , মন্ত্র , পূজাপার্বন , যাগ যজ্ঞ ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারেন । ব্লগটির পক্ষ থেকে সকলকে জানায় ধন্যবাদ । আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় এই ব্লগে লেখার সবচেয়ে বড় শর্ত হল অন্য ধর্মের অবমাননা করা যাবে না । কারন অন্যের সমালোচনা করে কেউ কখনো বড় হতে পারে নি । আশা করি সবাই ব্লগটিতে নিয়মিত লিখবেন এবং পড়বেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করবেন।

ই-বুক আকারে যে গ্রহন্ত গুল পাওয়া যাবে-
গীতা বাংলা, মহাভারত ,বিষ্ণু পুরাণ -দ্বিতীয় খন্ড,ব্রহ্মবৈবর্ত্তপুরাণম,কালিকা পুরাণ ইত্যাদি

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।