আমাদের কথা খুঁজে নিন

   

সকলকে ধন্যবাদ

টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল বাঁশঝাড়

বাংলাদেশের এতবড় এবং মহান একজন ব্যক্তিত্বের জন্মদিন আজ অথচ টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আন্তর্জাল মিডিয়াসহ সকল মিডিয়া আমাকে হতাশ করেছে। বাংলাদেশী মিডিয়াগুলো যে দালালী, চামচামি এবং হলুদ সাংবাদিকতায় পুরোপুরি দূষিত হয়ে গেছে তা আজকে আমার সন্দেহের অবকাশ রাখল না। মিডিয়ার এমন নির্লজ্জ নীরবতায় আমি হতবাক এবং আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। মিডিয়ার কথা নাহয় বাদ দিলাম। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছ থেকেও আমি কোন শুভেচ্ছা বার্তা পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কিংবা জন্মদিন পালন মন্ত্রণালয় থেকেও কোন বিবৃতি প্রকাশ না করায় আমি রীতিমত বিব্রত! তাদের এহেন নির্লিপ্ততা আমাকে হতাশ করেছে। আমিও ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাদের জানাতে চাই, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণী জন্মালেও খুব বেশীদিন আপনারা তার সান্নিধ্য পাবেন না।
সবশেষে আমার সকল গুণাগ্রহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তজনকে এই স্বৈরাচারী সরকার, স্বার্থপর বিরোধীদল, মন্ত্রী-আমলা-প্রশাসন ও তাদের নির্লিপ্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার জন্মদিনকে উৎসবমুখর পরিবেশ ও অনাবিল আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ ছুটি হিসেবে পালন করায় সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। অচিরেই এমন দিন আসবে যেদিন আমার জন্মদিন উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে চাইবে; অতএব আপনারা হতাশ হবেন না এবং ধৈর্য ধারণ করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।