শনিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প নউতে এ বারের লা লিগার টানা অস্টম জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে দর্শকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল অতিথিরাই। চার মিনিট পরেই পেনাল্টি এলাকার ঠিক বাইরে থেকে জোড়ারো শটে সমতা ফেরার চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেস।
বিরতির সাত মিনিট পরই তরুণ ক্রিস্তিয়ান তেল্লোর পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন চাভি।
চোটগ্রস্ত মেসির অনুপস্থিতিতে এ ম্যাচে বাঁ দিকের বদলে সেন্টার ফরোয়ার্ডে খেলেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের ৬৪ মিনিটে তার বাড়িয়ে দেয়া বলে নিখূত লক্ষ্যভেদে নিজের দ্বিতীয় গোলটি করেন সানচেস।
নেইমারকে এর প্রতিদান দিতে ভুল করেননি চিলির এই ফরোয়ার্ড। ছয় মিনিট বাদেই নিজে গোলে শট না নিয়ে পেনাল্টি বক্সের মধ্যে বলটি বাড়িয়ে দেন নেইমারের দিকে, যা জালে জড়াতে ভুল করেননি তিনি।
নতুন কোচ জেরার্দো মার্তিনোর কোচিংয়ে লা লিগার প্রথম আটটি ম্যাচের সবক'টি জিতে নিজেদের সবচেয়ে ভালো সূচনার রেকর্ড গড়লো বার্সেলোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।