আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজার লুতুপুতু কাহিনী

জন্মদিন। সে একটা নির্দিষ্ট দিনে এসে আমার সাথে দেখা করে। দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি সে হাসিমুখে দাঁড়িয়ে আছে। আমি তাকে ভেতরে নিয়ে আসি।

আনন্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যাই নিজেকে। তাও কেন যেন অস্থিরতা লাগছে। মৃত্যু। প্রতিটা মুহুর্ত আমায় অস্থির করে রাখে। ক্ষণে ক

(১) -ঐ পোলা!তুমি কি আমারে ইভটিজিং করার লাইগা টেরা চোখে তাকাইতেছো? -টেরা চোখে কই তাকাইলাম! -টেরা চোখে না তো কি!নিজের বউয়ের দিকে তাকাইবা সোজা চোখে তাকাও।

-আমি সোজা চোখেই তাকাইয়া আছি। তুমি নিশ্চয়ই টেরা তাই মনে করছ আমি টেরা চোখে তাকাইছি। -ঐ পোলা!এতো কথা কও ক্যান!যাও আইসক্রিম কিনা আনো। একটা কিনবা। -একটা ক্যান!মানুষ তো দুইজন! -এতো কথা কও ক্যান!ভালোবাসার কি বুঝো তুমি!একটা আইসক্রিম দুইজনে মিলা মহব্বতের সহীত খাবো।

এতে ভালোবাসা বাড়বো। -আগে তাইলে একটা চুমা দাও। -ক্যান! -আইসক্রিম খাওয়ার আগে ঠোঁটটা একটু মিষ্টি কইরা লই। - - (২) -ঐ পোলা!সামিহার লগে তোমার এতো ডলাডলি কিসের? -কিতা কও এগুলা!ফেসবুকে আবার ডলাডলি করে কেমতে? -ইনবক্সের ডলাডলির কথা কইছি। এতো কথা কিয়ের ঐ মাইয়ার লগে? -হেতি তো আমার বান্ধবী লাগে।

Nothing else. -ঐ মাইয়ার লগে যাতে আর তোমার ডলাডলি করতে না দেখি। -হুয়াট ডু ইউ মিন বাই ডলাডলি? আর তাছাড়া তোমার এতো জ্বলে ক্যান? -হেইডা তুমি বুঝবানা। বুঝলে আর এই ডলাডলিটা করতা না। তোমার ডলাডলি দেইখা আমার হৃদয় জইল্লা যায়। -আগে কইবা না!আসো জান বুকে আসো।

জুড়াইয়া দিমু। বুকে আসো জান! -ঐ ন্যাকামি করবা না। ডলাডলি করবা আমার লগে করবা। মনে থাকো যেনো। -উক্কে মাই ভেইবে,মাই লাভ।

(৩) -ঐ পোলা তোমার সমস্যা কি? -আমার সমস্যা তো তুমি। -কি বলতে চাও? -প্রেম করতে চাই তোমার লগে। -বেয়াদ্দপ পোলা!প্রেম করার জন্য তোমার তো কোন সার্টিফিকেটই নাই। -কে বলছে নাই। আছে তো।

আমি আমার প্রথম প্রেমে ছ্যাকা খাইছি। ছ্যাকা খাওয়া is the সার্টিফিকেট of mine. -ছ্যাক খাইয়া এখন কি ছ্যাক দিতে মন চাইতেছে? -না। প্রেম করিয়া বিয়া করতে ইচ্ছা হইতাছে। - - :* সারাংশঃ প্রেম করতে মুঞ্চায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.