আফগানিস্তান যুদ্ধে ব্রিটিশ বাহিনী মোতায়েন থাকাকালীন তালেবান জঙ্গিদের অন্যতম নিশানা নাকি ছিলেন স্বয়ং প্রিন্স হ্যারি। কারি নসরুল্লা নামে এক জঙ্গি কমান্ডারের কথায় উঠে এসেছে এমনই তথ্য।
তিনি জানিয়েছেন, একাধিক বার হ্যারিকে অপহরণের পরিকল্পনা করেছিল তালেবান। নসরুল্লার কথাতেই বলতে গেলে, 'স্রেফ ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন হ্যারি'।
পাকিস্তানের পেশোয়ারের একটি বাড়ি থেকে এক ব্রিটিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ওই জঙ্গি নেতার অবশ্য দাবি, ব্রিটিশ প্রিন্সকে আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি তালেবান।
তাঁর কথায়, 'তালিব যোদ্ধাদের কাছে উনি (হ্যারি) শুধু আমেরিকার পক্ষাবলম্বী বলেই চিহ্নিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।