ব্রিটেনের রাজকীয় সেনাবাহিনীর সদস্য ও ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে ‘শিয়াল’ বললেন আফগানিস্তানের তালেবান নেতা গালবুদ্দীন হেকমতিয়ার।
প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হেকমতিয়ার ব্রিটেনকেও ‘ভীতু’ বলে উল্লেখ করেন।
‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত তালেবান সেনাপতি হেকমতিয়ার বলেন, “উন্মাদ হ্যারি ও তার দেশ কোনো কারণ ছাড়াই নিরপরাধ আফগানদের হত্যা করছে। ”
আগামী ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে ব্রিটেনের।
এ কথার সূত্র ধরে হেকমতিয়ার শপথ করে বলেন, “তার আগেই অনেক ব্রিটিশ সেনাকে হত্যা করবো আমরা।
”
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের একটি পাহাড়ি ঘাঁটির গোপন স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে হেকমতিয়ার বলেন, “ব্রিটেন হোয়াইট হাউজকে খুশি করার জন্য শুধু শুধু এই অবিচারমূলক সংঘাতে নিজেকে জড়িয়েছে। ”
“কিন্তু আফগানিস্তানে রক্ত আর সম্পদ হারানো ছাড়া ব্রিটেন কিছুই অর্জন করতে পারেনি” বলে দাবি করেন এই পলাতক নেতা।
তালেবান নেতা হেকমতিয়ার আরও বলেন, “আমার বুঝে আসে না, শুধু মার্কিন কর্তাদের খুশি করতে কিভাবে ব্রিটেনের জনগণ তাদের ছেলেদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ”
প্রিন্স হ্যারিকে উদ্দেশ্য করে হেকমতিয়ার আরও বলেন, “ব্রিটিশ যুবরাজ আফগানিস্তানের নির্দোষ লোকদের মারতে উন্মাদের মতো ছুটে এসেছেন। তিনি চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে ‘মুজাহিদদের’ হত্যা করতে হেলিকপ্টার থেকে রকেট নিক্ষেপ করছেন!”
ব্রিটিশ যুবরাজকে ইঙ্গিত করে হেকমতিয়ার বলেন, “তিনি এই সাধারণ বিষয় জানেন না যে আফগানিস্তানের সিংহদের মারা অতো সহজ নয়! কারণ, শিয়াল কখনো সিংহ মারতে পারে না!”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের হামলার কথা উল্লেখ করে হেকমতিয়ার বলেন, “ওই হামলার সময় হ্যারি নিজেই শিকারে পরিণত হয়েছিলেন এবং নিজেকে লুকানোর জন্য একটি গর্ত খুঁজছিলেন তিনি!”
হেকমতিয়ার বলেন, “ব্রিটিশরা অষ্টাদশ ও উনবিংশ শতকের স্বপ্ন দেখছেন।
তারা ভাবছেন, ঐ সময়ের মতো ভাইসরয়ের মতো প্রতিনিধি নিয়োগ করে তাদের যুবরাজ পাঠিয়ে মানবতাকে খুন করবেন! তারপর অতীত সময়ের মতো শয়তানের আইন চালাবেন তাদের স্বপ্নের ‘উপনিবেশ’ রাজ্যে!
বিশেষ এই সাক্ষাৎকারটি মঙ্গলবার রাতে ভিডিও আকারে প্রকাশ করে ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।