আমাদের কথা খুঁজে নিন

   

বাহবা!! নাকি দুয়ো??

অগণন যাত্রিকের প্রাণ,খুজে মরে অনিবার/পায় নাকো পথের সন্ধান,চরণে জরায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল। ফেসবুকে আমি ঃ www.facebook.com/bhutergolirbasinda

হাফ সেঞ্চুরি ব্যাপারটা খারাপ না, বিশেষ করে হাফ সেঞ্চুরি করা প্লেয়ারটা যদি হয় লোয়ার অর্ডার ব্যাটসম্যান তাহলে কিন্তু একটা ‘বাহবা’ সে পেতেই পারে! অথচ চারপাশ থেকে ‘বাহবা’র বদলে যখন সে সেঞ্চুরি মিসের জন্য ‘দুয়ো’ শুনতে থাকে তখন তার আসল জায়গার পারফমেন্সের উপর অহেতুক চাপ এসে পরে, আর ফলশ্রুতিতে তার বোলিংটাও যাচ্ছেতাই হয়ে যায়, এটা দর্শকদের বোঝা উচিৎ!! বোলারকে জোর করে ব্যাটিঙে উপরে পাঠালে সে কতটা কি করতে পারবে তা যথেষ্ট প্রস্নবিদ্ধ! যার যেটায় পারদর্শিতা তাকে সেটাই করতে দেয়া উচিৎ। চোখ বন্ধ করে ব্যাট চালালে একটা বোলার এক কি দুইবার ছক্কা মারতেই পারে, তবে এটা তাকে কখনোই স্বীকৃত ব্যাটসম্যানের কাতারে ফেলে না! বোলারকে বোলিং করতে দিন, এটাই দলের জন্য ভালো! কালথেকে ৩০এর উপরে কল রিসিভ করেছি, অধিকাংশেরই জিজ্ঞাসা এবং আক্ষেপ, দোস্ত আব্বা বলসে প্রাইভেটে পরাবে কিন্তু আমার ইচ্ছা নাই মেডিকেলে পড়ার! আঙ্কেল একটা সম্ভাবনাময় কুঁড়িকে আপনার ইচ্ছা পুরন করতে গিয়ে অঙ্কুরেই মেরে ফেলবেন না! আপনার ইচ্ছার বলি করবেন না ওদের! হয়ত আপনি জানেনি না আপনি, আমরা, দেশ হয়তোবা হারাতে যাচ্ছি একটা অমিত সম্ভাবনাকে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।