সোমবার লা লিগা কর্তৃপক্ষ 'ক্লাসিকো' হিসেবে পরিচিত এ ম্যাচের তারিখ ও সময়সূচি প্রকাশ করে।
২৬ অক্টোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে শুরু হতে যাওয়া ম্যাচটি দুই দলেরই হবে লিগের দশম ম্যাচ।
এখন পর্যন্ত আটটি ম্যাচের আটটিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে মেসি-নেইমাররা। সমান ম্যাচে একটি হার ও একটি ড্রয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে একটি করে লিগ ম্যাচ খেলবে দুই দলই।
ব্রাজিল তারকা নেইমার বার্সেলোনায় ও দলবদলের বাজারে রেকর্ড গড়া বেল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
আগের ক্লাসিকোটি হয়েছিল স্থানীয় সময় বিকেল ৪টায়। কিন্তু আমেরিকা ও এশিয়ার বিপুল দর্শক বাজারের কথা মাথায় রেখে এবার ম্যাচটি দুই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।