দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ মুসলিমনগর থেকে সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল, ১টি সুইচ গিয়ার, ২টি রামদা ও ২টি ছোরা উদ্ধার করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আফজাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, একদল ডাকাত মুসলিমনগর এলাকার একটি মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদল পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২ রাউন্ড গুলি করা হয়। এতে রশিদ (৩২) নামে এক ডাকাত হাটুতে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও ঘটনাস্থল থেকে লিটন (৩৩), কামাল হোসেন (৩৫), দবির শেখ (৪৩), কুদ্দুস (৩০) ও আওলাদ শেখ (৩২) নামে আরো ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।