সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে অর্ধনগ্ন হয়ে নেচেছিলেন পপ গায়িকা মাইলি সাইরাস। এজন্য সমালোচিতও হতে হয়েছে 'উই ক্যান নট স্টপ' খ্যাত এ গায়িকাকে। তবে অর্ধনগ্ন হয়ে নাচার পেছনে অন্যতম কারণ হল স্মরণীয় হয়ে থাকার জন্য। এ জন্যই নগ্ন এবং অশালীন ভঙ্গিতে নেচেছেন তিনি।
মাইলি বলেন, আমি নিজের পছন্দেই সবকিছু করি।
আর এটাই ভক্তরা পছন্দ করে। আমি স্মরণীয় হয়ে থাকতে চাই। আমার ভক্তরাও তাই চায়। ভবিষ্যতে যা করব, তার জন্য আমি চাই মানুষ তা নিয়ে আলোচনায় ব্যস্ত থাকবে এবং আমাকে দেখতে চাই। আমি প্রাণবন্ত এবং সবসময় এমনই থাকতে চাই।
নতুন মিউজিক ভিডিও 'রিকিং বল' এ পুরোপুরিই নগ্ন হয়েছেন মাইলি।
বিতির্কিত এই পপগায়িকা জানান, আবেগ তুলে ধরতে তার কোনো ধরনের সমস্যা নেই। বরং এতে স্বস্তিবোধ করেন তিনি। 'নগ্ন হতে পেরে আমি আত্মবিশ্বাসী। কারণ আমি মনে করি নগ্নতায় আবেগের বিশুদ্ধতা প্রকাশ পায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।