মানুষকে যে সম্মান করতে জানে না তাদের মর্যাদার আসন থেকে নামিয়ে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যবসায়ী পরিষদ আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, গত পাঁচ বছরে উন্নয়নের কথা বলে সরকার কান ঝালাপালা করে তুলেছে কিন্তু উন্নয়নের নামে যা হয়েছে যা দেশের জনগণ আমাদের চেয়ে বেশি জানে।
তিনি বলেন, আগে ঢাকা থেকে চট্টগাম যেতে ৬ থেকে ৭ ঘণ্টা লাগতে এখন ১০ থেকে ১২ ঘণ্টা লাগে। সাথে পরিবহন খরচ দ্বিগুণ বেশি।
রাজধানীর যানজট সম্পর্কে আর নাই বললাম।
দ্রব্যমূল্যের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন শ্রমিকের মজুরি বাড়েনি ফলে তাদের ক্রয় ক্ষমতা কমছে। সরকারের লুটপাটের কারণে মানুষের দুর্গতি বেড়েছে।
দারিদ্য হ্রাসের হার ধীর হয়ে গেছে উল্লেখ করে ২০০১-২০০৫ সাল এবং ২০০৯-২০১৩ এই সময়ের মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরে খালেদা জিয়া। দারিদ্র সীমার হার, অতিদারিদ্রের হার কমানের ক্ষেত্রে বর্তমান সরকারের সময় অর্জন চারদলীয় জোট আমলের অর্জনের চেয়ে কম বলে পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।