আমাদের কথা খুঁজে নিন

   

মুসা ইব্রাহীম সুতিতে স্বাচ্ছন্দ্য

এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। দেশ-বিদেশে ঘোরা আর দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই পড়াই তাঁর নেশা। পোশাকের ব্যাপারে বিশেষ কোনো পছন্দ নেই তাঁর। কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ করেন টি-শার্ট ও শার্ট পরতে। হাতে সব সময় ঘড়ি থাকা চাই।

আজ থাকছে তাঁর স্টাইল

খুব ভোরে ঘুম থেকে ওঠেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। তারপর ব্যায়ামের জন্য ট্র্যাকস্যুট পরে ছোটেন মাঠের দিকে। কখনো রমনা পার্ক, আবার কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে ছুটে যান তিনি। দেশ-বিদেশে ঘুরতে খুব ভালোবাসেন। কখনো পরিবারের সঙ্গে, আবার কখনো বন্ধু-বান্ধবের সঙ্গে বেরিয়ে পড়েন।

তিনি বলেন, ‘যেখানেই পাহাড়, সমুদ্র আর ঝরনা আছে, সেখানেই আমি ঘুরতে যেতে চাই। ’ দেশ-বিদেশে ঘুরতে গেলে তাঁর সঙ্গে থাকে রোদচশমা, ঘড়ি আর ট্র্যাভেল ব্যাগ। যে ঘড়িতে উচ্চতা ও সমুদ্রতলের পানির চাপ মাপার সুবিধা থাকে, তেমন ঘড়িই পরেন তিনি।

দেশি-বিদেশি নানা ধরনের ট্র্যাভেল ব্যাগ আছে তাঁর সংগ্রহে।

মুসা ইব্রাহীম যেকোনো সুতি পোশাক পরতে পছন্দ করেন।

বিভিন্ন গাঢ় রঙের টি-শার্ট তাঁর পছন্দের তালিকায় আছে। স্বাচ্ছন্দ্যবোধ করেন—এমন সব পোশাকই পরা হয় তাঁর। সাধারণ সময়ে টি-শার্ট পরেন। তবে কিছু কিছু অনুষ্ঠানে কেতাদুরস্ত পোশাকও পরা হয় বলে জানান। তিনি বলেন, ‘যেকোনো সুতি কাপড়ই প্রথম পছন্দ আমার।

আবার স্যুটও পরি। কিন্তু কখনো টাই পরি না। ’ চেক শার্টও পরেন তিনি। পারিবারিক কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি পরেন। ঈদের দিনের পুরোটা পাঞ্জাবি পরেই পার করে দেন।

আঁটসাঁট সুতির পাঞ্জাবি-পায়জামা পরেন তিনি। পোশাকের ধরন অনুযায়ী জুতা ও কেডস পরেন। পাঞ্জাবির সঙ্গে বা সাধারণ সময় পরার জন্য হালকা স্যান্ডেল পরেন তিনি। মুসা ইব্রাহীমের সুগন্ধি, চুলের জেল ও শেভিং ক্রিমের ক্ষেত্রে কোনো বিশেষ ব্র্যান্ডের প্রতি দুর্বলতা নেই।

খাওয়াদাওয়ার ক্ষেত্রে তেমন বাছবিচার করেন না মুসা।

তাঁর ভাষায়, ‘সবই খাই। বিশেষ করে তেলের পিঠা, চালের রুটি পেলে আর কোনো কথা নেই। ’ টেলিভিশনে বিভিন্ন খেলাধুলাভিত্তিক চ্যানেলই বেশি দেখেন। হলিউডের অ্যাকশন সিনেমা পেলে সময় কখন পার হয়ে যায়, টেরই পান না তিনি। দিনের নিত্যসঙ্গী স্মার্টফোন।

আর মাঝেমধ্যে ঢুঁ মারেন ফেসবুকে। ছোটবেলায় ডাকটিকিট জমানোর শখ ছিল তাঁর। কিন্তু এখন জমান শিলা। তিনি বলেন, ‘বিভিন্ন অভিযানে বিভিন্ন পাহাড়ের শিলা স্মারক হিসেবে সংগ্রহ করি। ’ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারধর্মী বই পড়তে ও সংগ্রহ করতে পছন্দ করেন।

তেনজিং নোরগে, এডমুন্ড হিলারির মতো বড় অভিযাত্রীদের জীবনী সংগ্রহে আছে তাঁর। সময় পেলেই মোটরসাইকেল চালাতে পছন্দ করেন। এর সঙ্গে বাইসাইকেল চালাতে খুব ভালোবাসেন তিনি।

কোরবানির ঈদে গরুর মাংস কাটাকুটিতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় মুসার। বিকেলে পাঞ্জাবি-পায়জামা পরে বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের বাড়িতে যান।

কোরবানির ঈদে গরুর মাংসের নানা পদের রান্না খেতে পছন্দ করেন তিনি। মাংসের সঙ্গে চালের রুটি খেতে ভালোবাসেন। ঈদের সময়টা বাড়িতে পরিবারের সঙ্গে কাটাতে বেশ উপভোগ করেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.