অবশেষে ১১ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর জেলার শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের পলমল গ্রুপের আসওয়াদ গার্মেন্টসের আগুন। আজ বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় ১০ জনের নিহতের খবর জানা গেছে। আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রাতে গার্মেন্টস কারখানার মালিক পক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি বলে জানা গেছে। মৃতদের লাশ স্বজনদের কাছে প্রশাসন দিতে চাইলেও ডেথ সার্টিফিকেট ছাড়া তারা লাশ নিতে রাজি হননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।