আমাদের কথা খুঁজে নিন

   

মোহিনী আমার দামিনী খেলা

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

কাল এক কাজে গিয়েছিলাম ফরিদপুর গিয়েছিলাম- রাতে গিয়ে সকালেই ফেরা- অল্প সময়ে দেখলাম পদ্মা দুই রুপ............. রুদ্র পদ্মার জীর্ণ বয়স বেলা তবু তার ঘোলা জলে কত গল্প বয়ে চলে সংক্ষুব্ধ সে পাড় ভাঙে আর গড়ে কলঙ্ক তিলক চরাচর ওঠে জেগে শ্রিহীন পদ্মা চিৎকার করে বলে গাঙচিলের কানে কানে আমি যৌবন ফিরে চাই দামাল সেই উতাল বেলা মোহিনী আমার দামিনী খেলা আবার ফেরত চাই ............ সোনালি রৌদ্দুর আর গাঙচিলের ওড়াউড়ি নীলাকাশে শুভ্র মেঘের জড়াজড়ি জলের সঙ্গে কার যেন আড়ি, ও জল কোথায় তোর বাড়ি? কোন দুখে তুই এতো ঘোলা কার শোকে তুই আজও একলা, রাঙা বধু রঙিন আশায় সব ছেড়েছে তোর ভরসায়, সরষে ক্ষেতের মায়া ফেলে সবুজ ধানের আদর ভুলে নতুন ঠিকানায়- নায়ের বুকে কান্না চেপে আঁচল জুড়ে স্বপ্ন আঁকে, দুঃখীনি পদ্মারে তোর কাছে মিনতি করি দুখে-সুখে রাখিস ধরি, নতুন চরে বাসর গড়ে নেবো তারে বুকের পরে সবুজ আঙিনায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।