আমাদের কথা খুঁজে নিন

   

পাটজাত পণ্য ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন

পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, পাট এক সময় সোনালী আঁশ হিসেবে বিবেচিত হলেও এখন বিভিন্ন কারণে পাট তার জেলুশ হারাতে বসেছে। কৃষকরা অনেক কষ্টে পাট চাষ করে ক্রেতার অভাবে নায্যমূল্য পান না। তাই পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা।

এরই প্রেক্ষাপটে সরকারের কৃষি মন্ত্রণালয় পাট চাষীদের কল্যাণে বাংলাদেশ ব্যাংকে একটি ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করতে বলে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ঘোষিত মূদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখে ১০০ কোটি টাকার এ তহবিল গঠন করে।

কৃষকরা যেহেতু কৃষি ঋণের আওতায় সহজ শর্তে ঋণ পেয়ে থাকে তাই এ পুনঃঅর্থায়ন তহবিলের ঋণ পাবে পাট ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পাটকল মালিকরা। এ ঋণ কৃষকরা যদিও সরাসরি পাবে না, এরপরও কৃষকরাই এ অর্থায়নের চূড়ান্ত সুবিধা ভোগ করবেন।

তিনি আরও বলেন, ঋণের সুদ কত হতে পারে এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ব্যাংক রেটে (৫ শতাংশ) ঋণ দেবে।

ব্যাংকগুলোর নির্বাহীদের সঙ্গে কমিটির বৈঠকে ঠিক করা হবে তারা কত শতাংশ চার্জ হিসেবে নেবে। তবে চার্জের হার সর্বোচ্চ ২ থেকে ৩ শতাংশ হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।