আমাদের কথা খুঁজে নিন

   

আনাড়ী হাতে লেখা

কল্পনার তুলির আঁচড়ে মনের ক্যানভাসে আঁকা ছবিগুলো দিয়ে জীবন রাঙ্গানোর অপচেষ্টা মাত্র
১. এক গ্লাস অন্ধকার এক কাপ হতাশা তারই মাঝে জেগে রয় ধুম্র শলাকার ন্যায় নিভু নিভু মৃদু আশা ভালবাসা। ২. মেক আপ করা সুন্দরী ঠিক তেমনি তোমার প্রেমে পড়ি যেমন ডিসপ্লে তে সাজানো শাড়ি দোকানে ঢুকতেই পড়ে চোখ ঘরে আনার সময় আড়ি ৩. ফেবুতে চাও করি ফলো রিয়েল লাইফে আনফলো দু ভুবনে এত ফারাক কেন তুমি আমায় বলো ৪. রাখ নি কথা তুমি খোঁপা-ধারিণী রাখবে কি করে কথা যে দাওই নি ৫. ক্রিয়েটিভিটি তুমি গুমরে মরছ কোথায়? রাত জাগা তরুণের ভাবনা চিন্তায়? ব্যর্থ প্রেমিকের লেখা কবিতা ছেঁড়া পাতায়? হতাশ যুবকের উড়িয়ে দেয়া দুঃখ নিকোটিন পোড়ানো ধোঁয়ায়? নাকি, তুমি রয়েছ মুখস্ত বিদ্যায় উগরে দেয়া জ্ঞান কাগজের পাতায় প্রেমিকের হৃদয় চূর্ণ করে সফল হাতে হাত রাখায় তুমি যেন ব্যবহৃত সিগারেট ফিল্টার আনন্দ তাই তোমায় ছুঁড়ে ফেলায়। ৬. ইচ্ছে করে ডুব দিয়ে দেখি মায়াবী চোখের স্নিগ্ধতায় কিংবা সাঁতার কাটি গহীন হৃদয়ের মুগ্ধতায় স্পষ্ট জেনে নিতে চাই এসব অঞ্চলে আমি আছি নাকি নাই ৭. শূন্যস্থানটা কি শূন্যই আছে? নাকি কেউ দখল করেছে? হৃদয়ে তোমার কি ঝুলছে টু-লেট? নাকি আমি ঠু লেট? ৮. লেখার হাত ভাল না বলে দু’কলম লেখা হল না তোমায় বোঝানো হল না কখনও এ মন কি চায় সুগন্ধী চিঠি নিয়ে নীল খামে বন্দী হৃদয় নিঠুর ভালবাসা কেন শুধু অসময়ে কাঁদায়? ৯. পরের কারণে স্বার্থ দিয়ে বলী স্বার্থপর নাম হল মোর যার জন্য করি চুরি সেই বলে চোর ১০. হাসলে তুমি মনের দুঃখ আড়াল করতে হাসিটাই দেখল জগত চাইল না আড়ালে কি জানতে
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.