আমাদের কথা খুঁজে নিন

   

মুমূর্ষু উপলব্ধি



তুমি জীবন শিখিওনা,না না.... আফ্রিকার ধূধূ প্রান্তরে কিছুতেই প্রাণের অস্তিত্ব নেই স্বর্ণ,হীরা আর খনিজে ভরা সেখানটা, রক্তের নদীতে অবগাহনেই সেগুলোর প্রাপ্তি এটাই জীবন,তুমি জানোনা-তোমার জ্ঞানের ঘাটতি । । তুমি জীবন খুঁজতে যেওনা,না না... ফিলিস্তিনের সদ্যফোঁটা ফুলের মূল্য নেই, ট্যাংকের সামনে কিছু পাথর ছোঁড়া আর আত্মবিসর্জন চাক্ষুষ বৃথা প্রতিরোধ হত্যাই জীবন,অপরের ভূমি,ফসল ও সম্মান লুন্ঠনই মানবতা... তুমি জীবন খুঁজতে যেওনা,যেওনা,যেওনা । । জীবন নিষ্ঠুর,জীবন প্রগতিশীল অসারকে প্রাণবন্ত করে ।

তুমি জীবন খুঁজতে যেওনা:খুঁজে পাবেনা, পারস্য উপসাগরের চারপাশে আর দজলা,ফোরাতের তীরে জীবন থাকেনা, জীবন তাজা রক্তের জৌলুসে ভরা, তাকে পাওয়া যায় উত্‍সবে ইউরোপ ও আমেরিকা । । তুমি জীবন খুঁজে পাবেনা,না না না। । জীবনের তাত্‍পর্য তুমি খুঁজোনা,খুঁজে পাবেনা।

কান্দাহার,কাবুল আর ওয়াজিরস্তানে জীবন থাকেনা । কাশ্মীর ও জম্মুতে জীবন নেই, আসামে নেই এমনকি আরাকানেও ছিলোনা । জীবন শিকাগো,লন্ডন,দিল্লী,নাইপিদোর আকাশে বাতাসে হোটেলে,রেঁস্তোরায়,পার্টিতে,সিনেমায় সংবাদপত্রের পাতায় পাতায় চিন্তামুক্ত হয়ে ঘুরে বেড়ায় !! জীবন যায়না হারায়,জীবন দুঃখ বাড়ায় । । যে জীবন তুমি খুঁজে হও হন্যে, তুমি হাঁটছো গহীন অরণ্যে, সে জীবন মরে গেছে নানা সম্মেলনে,রুদ্ধদ্বার ঘরে ঘরে!! চুক্তি,সমঝোতা,দ্বিপাক্ষিক ও হাজার পাক্ষিক মতবিনিময় সভাগুলো জীবনকে দ্রুত মৃত্যুর পথে ঠেলে দিয়েছে ।

। জীবন আজ মুমূর্ষু, মুমূর্ষু জীবনের উপলব্ধি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.