আমাদের কথা খুঁজে নিন

   

ফেরদৌস ওয়াহিদের 'মাধুরী'

প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের নতুন একক অ্যালবাম 'মাধুরী'।

এতে থাকছে মোট আটটি গান। এর মধ্যে চারটি মৌলিক ও চারটি লোকজ গান রাখা হয়েছে। মৌলিক গানগুলোর কথা লিখেছেন মোজাম্মেল হক, রাকিব এবং প্রবীণ গীতিকার রুবি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন টফি রেইনার।

মৌলিক গানগুলো হলো- 'মাধুরী', 'নীল দুটি চোখে', 'বনে বনে হরিণী', 'এক ছিল টোনা'। এ প্রসঙ্গে তিনি বলেন,'সত্তরের দশকে কিছু লোকগান খুব গাইতাম। সেগুলো এ অ্যালবামে রেখেছি। এগুলো হলো 'চাবি মাইরা', 'সাধের লাউ', 'আহারে খোদার বান্দা' ও 'আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। আশা করছি শ্রোতাদের গানগুলো দর্শকদের ভালো লাগবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।