আমাদের কথা খুঁজে নিন

   

ফেরদৌস মৌসুমীর 'লিডার'

আবার জুটিবদ্ধ হলেন ঢালিউডের ড্যাশিং হিরো ফেরদৌস ও ড্রিমগার্ল মৌসুমী। এবার তারা জুটি বাঁধলেন 'লিডার' শিরোনামের একটি চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সহকারী শিমুল। সাধারণ একটি ছেলের ঘটনাচক্রে রাজনীতিবিদ হয়ে ওঠা এবং তার উত্থান-পতনের গল্পে নির্মাণ হবে 'লিডার' চলচ্চিত্রটি। এর পাণ্ডুলিপি লিখেছেন নির্মাতা শিমুল নিজেই।

গত মঙ্গলবার থেকে ফরিদপুরে এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে কাজ শুরু হতে পারেনি। ফরিদপুর, গোপালগঞ্জসহ দেশের বেশ কয়েকটি বিশেষ লোকেশন ও এফডিটিসিতে এর শুটিং হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চলচ্চিত্রটির নানা তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানোর কথা রয়েছে নির্মাতার।

ঢালিউডের অত্যন্ত সফল পর্দাজুটি ফেরদৌস-মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'কিছু আশা কিছু ভালোবাসা'।

সেপ্টেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পেয়ে ব্যবসাসফল হয়। এই জুটি দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তাদের অভিনীত বড়মাপের সফল চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে_ এ কে সোহেল পরিচালিত 'খায়রুন সুন্দরী'। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

এদিকে, ফেরদৌস প্রযোজিত ও ফেরদৌস-মৌসুমী অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত 'এক কাপ চা' চলচ্চিত্রটি নতুন বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দর্শক ভালোবাসায় ঢালিউডে ফেরদৌস-মৌসুমী জুটি একটি বিশেষ স্থান দখল করে আছে। সব শ্রেণী ও স্তরের দর্শকের পছন্দের জুটি তারা। এ জুটির চলচ্চিত্র মানেই বঙ্ অফিসের আনুকূল্য পাওয়া। ফেরদৌস-মৌসুমীর আগে ওমর সানী-মৌসুমী, সালমান শাহ-মৌসুমী এবং মান্না-মৌসুমী ছিল দর্শক পছন্দের জুটি। লিডার চলচ্চিত্রে এ জুটি দর্শক গ্রহণযোগ্যতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে সবার প্রত্যাশা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।