জী কথা সত্য। বিফলে কি ফেরৎ চান দিয়া দিব। আপনি যত ভাল লেখকই হউনা কেন। আপনার লেখা খুব বেশি লোকের ভাল লাগবেনা, পাবেন না মনের মত কমেন্ট, লাইক বা প্লাস!!! যা পাবেন তা হল নিদারুন হতাশামাখা গোটা বিশেক পাঠক তা আবার কে কে পড়ল আর কে ভুল করে ক্লিকানোর পর ভুল বুঝতে পেরে হাত গুটিয়ে নিয়েছে না জানার অজ্ঞতা নামক বোনাস!!!
তা হলে উপায়? উপায় আছে!!! সিম্পলি দুইটা রুলস ফলো করুন আর মজা দেখুন-
* যত বেশি পারা যায় লাইভ পোষ্টে পড়ে না পড়ে ধুমাইয়া কমেন্ট লাইক প্লাসের বন্যা বইয়ে দিন!! বন্যার কিছু পানি আপনার পোষ্টেও উপচানোর ১২০% গ্যারান্টি। মানে ২০% মাগনা!!!!
* আপনার লেখায় যারা কমেন্ট লাইক প্লাসের মত মহা মুল্যবান পদাঙ্ক রেখে যায় তাদের লেখা পড়ুন না পারলে মিনিমাম ঢু মারুন এবং কমেন্ট লাইক প্লাসের মধু বর্ষণ করুন। ফলাফল তারাও তাই করবে যা আপনি এই মাত্র করলেন।
আমি ড্যাম শিওর আপনার আর কিছু করা লাগবে না আপনি বসে বসে পপুলার রাইটার হয়ে যাবেন ইনশাআল্লাহ!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।