আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ বিশ্বকাপ: টিকেটের জন্য ৬০ লাখেরও বেশি আবেদন

২০৩টি দেশ থেকে আসা আবেদনের সংখ্যা ৬১ লাখ ৬৪ হাজার ৬৮২টি। আবেদনকারীর ৭০.৮৬ শতাংশই ব্রাজিলিয়ান। প্রথম পর্যায়ের টিকেট বিক্রির সময় শেষ হয় বৃহস্পতিবার। ব্রাজিলিয়ানদের আবেদনের বেশির ভাগই ক্যাটাগরি-৪এর। এই টিকেটের মুল্য ৮.৭ বৃটিশ পাউন্ড থেকে ৯৬.৪ পাউন্ড পর্যন্ত।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের টিকেটের জন্য। ম্যাচ দুটি হবে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স ও রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। তবে এর কোনোটিই ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার বেশি নয়। প্রথম ধাপে আবেদনকারীদের মধ্যে কারা টিকেট পাবেন, তা আগামী ৪ নভেম্বরের মধ্যে ফিফা জানিয়ে দেবে। তার পরদিন থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের টিকেট বিক্রি, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

এ পর্যায়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকেট বিক্রি হবে। ২০১৪ সালের ১২ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৩ জুলাই।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.