২০৩টি দেশ থেকে আসা আবেদনের সংখ্যা ৬১ লাখ ৬৪ হাজার ৬৮২টি। আবেদনকারীর ৭০.৮৬ শতাংশই ব্রাজিলিয়ান।
প্রথম পর্যায়ের টিকেট বিক্রির সময় শেষ হয় বৃহস্পতিবার। ব্রাজিলিয়ানদের আবেদনের বেশির ভাগই ক্যাটাগরি-৪এর। এই টিকেটের মুল্য ৮.৭ বৃটিশ পাউন্ড থেকে ৯৬.৪ পাউন্ড পর্যন্ত।
সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের টিকেটের জন্য। ম্যাচ দুটি হবে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স ও রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। তবে এর কোনোটিই ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার বেশি নয়।
প্রথম ধাপে আবেদনকারীদের মধ্যে কারা টিকেট পাবেন, তা আগামী ৪ নভেম্বরের মধ্যে ফিফা জানিয়ে দেবে। তার পরদিন থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের টিকেট বিক্রি, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
এ পর্যায়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকেট বিক্রি হবে।
২০১৪ সালের ১২ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৩ জুলাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।