আমাদের কথা খুঁজে নিন

   

যারা নোকিয়া স্মার্ট ফোন ব্যাবহার করেন তাদের জন্য (Nokia Suite 3.7.22.0) ব্রান্ড নিউ !

আজ একটা গানের লাইন বলে শুরু করি !
গানটা হল (একদিন বাঙালী ছিলাম রে)  গানের সাথে আমার বলতে ইচ্ছা হচ্ছে আমার বানানো একটা লাইন (একদিন নোকিয়া সবাই ব্যাবহার করতো রে ! 
আপনারা বলেন আমার বানানো লাইন টা সত্যি কি না  ? এখন অনেক রকম মোবাইল আসছে! কে কি রকম মোবাইল ব্যাবহার করে, যে ব্যাবহার করে সে নিজেও মনেহয় জানে না সে যে মোবাইল ফোন ব্যাবহার করতেছে তার নাম কি বা কোন কম্পানির  । বাট আগে কেও যদি নতুন কোন মোবাইল নিয়ে আসতো সবাই মিলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম মোবাইল টা কেমন ! আর আমাদের একটা ধারনা ছিল নতুন বা ভাল কোন মডেল মানেই নোকিয়া ! নকিয়ার থেকে ভাল মোবাইল ঐ টাইম এ কল্পনাই করা যেত না । এবং আমাদের সবারই মনের শুপ্ত ইচ্ছে ছিল ,একটা নোকিয়া মোবাইল কিনার ! যাই হোক একটু নস্টালজিক হয়ে গেছিলাম তাই এত কথা !

এখন আসুন মুল আলোচনায় যাওয়া যাক ,  Nokia Suite এটা নতুন নাম, এটার নাম আগে ছিল Nokia Pc Suite তার পার এটা কিছু দিন ছিল Ovi Suite নামে। সর্ব শেষ Nokia Suite নামেই এই সফট টার পরিচয় , এবং এই নাম টা আর পরিবর্তন হবে না বলে নিউজ পাওয়া গেছে নোকিয়ার তরফ থেকে ।
নোকিয়া স্যুইট কি এটা মনে হয় যারা নোকিয়া মোবাইল একবার ব্যাবহার করেছেন তাদের সবার জানা , জাস্ট এটা বলি এই (Nokia Suite 3.7.22.0 ) তে নোকিয়া স্মার্ট ফোনের জন্য বিশেষ ভাবে তৈরি, কিন্তু নোকিয়ার অন্যান্য ভার্সন ও সমর্থন করে ! এবং ব্যাবহার অনেক ইজি । এই বিষয় নিয়ে কথা বলে পোস্ট লম্বা না করাই মনে হয় উত্তম ! নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যাবহার শুরু করে দিন 

দেখে নিন Nokia Suite 3.7.22.0 নতুন কি কি অন্তর্ভুক্ত করা হল!

আমি ২ টা ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম আপনার ইচ্ছা মত লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
নকিয়ার অফিসিয়াল ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করুন
Full soft by Other Link এখানে ক্লিক করুণ
—————————————————————————————————————
যাইহোক আজ এই পর্যন্ত , নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ্‌
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাই কে ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.