উড়িষ্যা রাজ্যে ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে তিনজন নিহত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যেতে পারে পাইলিন বলে ধারণা করছেন আবহাওয়াবিদগন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, উড়িষ্যার উপকূলীয় শহর গোপালপুর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রতি ঘণ্টায় ২০০ থেকে ২১০ কিলোমিটার বেগে এগুচ্ছে পাইলিন।
আইলিনের প্রভাবে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে এ দুই প্রদেশের উপকূলবাসীদের। এরই মধ্যে সাড়ে চার লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।