"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনা" সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা প্রতিনিয়ত যে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করি তার প্রায় সব টুকুই বাপের পকেটের টাকা খরচ করে (সবাই না) তাই না? হ্যা আমার মনে হয় তাই। আর এই জন্যে ফ্রি ইন্টার নেট ব্যবহার করার কৌশল বের করার জন্য কিছু কিছু হ্যাকার ভাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
এরই ধারাবাহিকতায় তৈরী এক কৌশল নিয়ে আমি আমার পোষ্ট টি করছি। এই পোষ্ট ফলো করলে আপনি আপনার জাভা এনএবল নোকিয়া মোবাইলে গ্রামীন ফোন এর সীম ব্যবহার করে ফ্রি ইন্টার নেট ব্যবহার করতে পারবেন (প্রতিদিন 200 মেগা বাইট)। আমি এটি নকিয়া-x2 তে দুইমাস ধরে ব্যবহার করছি। তাহলে প্রথমে দেখে নেয়া যাক আমাদের কি প্রয়োজন:
1. নোকিয়া জাভা এনএবল মোবাইল (শুধুমাত্র জাভা, সিম্বিয়ন থাকলে হবে না) ব্লুটুথ থাকতে হবে।
2. গ্রামীন ফোন এর সীম
3. চায়না মোবাইল একটি (ব্লুটুথ থাকতে হবে)
এখন দেখি কিভাবে করবেন:
প্রথমে আপনার গ্রামীণ ফোন এর সীম এ p1 প্যাকেজ টা চালু করে নিন।
এখন আপনি এখান
tutorialbd.com/bn/wp-content/uploads/2013/01/Gp+Free+net+config-1.zip
থেকে ইন্টারনেট এর কনফিগারেশন এর জীপ ফাইল টা ডাউনলোড করে এক্সটাক্ট করবেন এক্সট্রাক্ট করার পর যে ফাইল টা পাবেন সেটা চায়না মোবাইলের মেমরিতে নিন। আবার এখান থেকে
tutorialbd.com/bn/wp-content/uploads/2013/01/operamini.zip
বিশেষ ভাবে তৈরীকৃত অপেরা মিনি এর জীপ ফাইল টা ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন এক্টট্রাক্ট করার পর চায়না মোবাইলের মেমরীতে নিবেন। এখন আপনার কাজ হল মোবাইল দুটিতে ব্লুটুথ অন করুন এবং প্রথমে চায়না মোবাইল হতে কনফিগারেশন টি আপনার নকিয়া মোবাইলে সেন্ড করুন তাহলে দেখবেন অফিস থেকে কনফিগারেশন আসলে যেমন সেভ চায় তেমন দেখাবে আপনি এটিকে সেভ করে ডিফল্ট করে দিবেন। এবার চায়না মোবাইল হতে অপেরা মিনির জার ফাইল টি আপনার নোকিয়া মোবাইলে সেন্ড করুন এরপর নকিয়া মোবাইলের যে ফোল্ডারে অপেরা মিনি সেন্ড হয়েছে সেখান থেকে অপেরা মিনি ওপেন করুন এবং মনের আনন্দে ফ্রি ইন্টার নেটের স্বাদ নিতে থাকুন। ধন্যবাদ সবাইক
বি দ্রঃ লেখাটি কপি পেস্ট করা জাস্ট পাব্লিসিটির জন্য এটা করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।