আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড পাপবৃত্ত এবং নুপুরান্ধ ময়ুরের মুক্তি

http://www.facebook.com/reyad.parvez.3

আজকাল বড় ক্লান্তি লাগে, ইচ্ছে হয় ময়ুরের পায়ে রূপোর নুপুর পরাই- ঝমঝমে ময়ুর ছেড়ে দেই নগরের রাস্তায়. ফিরে যাক নগর দুশো বছর আগে. হ্যাজাক কুপির জৌলুসে- আজ আবার বড় করে চাঁদ উঠুক, আধাঁরচ্ছন্ন রাস্তাগুলো গাঢ় চাঁদের চন্দ্রালোকিত প্রেমে পড়ুক, মদ্যপ নাগরিকদের মাঝে বুক ফুলিয়ে দাড়াক নষ্ট বাবুদের স্বর্ণখচিত জুরিগাড়ি, গাড়িতে সোনালী সিংহ আর অভিজাত্যের প্রতীক- নুপুর বাজুক বারবনিতার ঘরে, পুরোনো বিছানায় মদ ঢেলে- জুয়া আর প্রাচ্যীয় সংগীত সুরায় ভেসে যাক মত্ত বন্দর, ঢুলুঢুলু হোক পাপের প্রচন্ড কোলাহল. বাঈজীর ঘুঙুরের প্রচন্ড ঝমঝমে নগরের সব কাঁচ ভেঙে যাক. তোমরা কি ভাবছ এতে বড় পাপ হবে? অন্ধকার আর আলো বোঝার আবেগে, একবার আমার এক চোখ আমি আলোকে, রক্তে নষ্টামি মেখে অন্যটি অন্ধকারকে দান করেছিলাম. তারপরপরই আমি অন্ধ হয়ে যাই, তাই বলি,ক্ষতি হবে না- এবার আর অন্ধকারকে রক্তে মেশাবো না- অন্ধকারকে চোখ দান করবো না, মুক্তি চাই আমি পাপের শৃঙ্খল থেকে- ফিরে যাক নগর দুশো বছর আগে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।