ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।
এই পৃথিবীতে দু রকমের মানুষ আছে। যারা এ অপরুপ পৃথিবী সৌন্দর্য্য দেখতে পায়, আর যাদের চোখে পৃথিবীর সবকিছুই কেবলি অন্ধকার। নিজের চোখ একবার বন্ধ করে দেখুন-তাদের দুঃখটা কেমন। কিন্তু তারা দেখে মনের চোখ দিয়ে।
এই মনের চোখ হয়ে যায়, তাদের তৃতীয় চোখ। এই চোখ দিয়েই তারা পড়ে,লিখে, অনুভব করে, ভালোবাসে। তাদের এই বিশুদ্ধ ভালোবাসায়ও স্বার্থ জড়িয়ে পড়ে ।
GTV-তে ঈদের তৃতীয় দিন ১৮/১০/২০১৩ তারিখ শুক্রবার রাত ন'টায় দেখুন আমার লিখা ঈদের বিশেষ নাটক।
SATV-র জন্য পরের নাটকের আপডেট পরে জানাবো।
আর ২০১৪ সালে চলচ্চিত্রের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।
আপনাদের সবার অনুপ্রেরণা আমার পথ চলার সহায়ক হবে। সবার জন্য ঈদের , পূজোর নিরন্তর শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
নীচে নাটকের কয়েকটা ছবি দিলাম।
আনন্দময় আর নিরাপদ সময় কাটুক এই প্রত্যাশা রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।