যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে উদ্দেশ্য করে বলেছেন, অস্ত্রের ভাষা ছেড়ে গণতান্ত্রিক ভাষায় কথা বলুন।
২৫ অক্টোবর সশস্ত্র প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নির্দেশ দেয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তার মুখে অস্ত্র এবং হুমকি-ধমকি একবারেই শোভা পায় না। এসব উচ্ছৃঙ্খল কথা বলে একটি গোষ্ঠীকে সুবিধা দেয়া যায়, এর মাধ্যমেই গুজব ছড়ায়।
ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সাদেক হোসেনের বক্তব্যের একদিন পর আজ মঙ্গলবার মুন্সীগঞ্জে মাওয়া ঘাট পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, আন্দোলনের ভাঙ্গা হাট জমছে না বলেই বিরোধী দল এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।