আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে কোরবানী ঈদ স্ট্যাটাসের শ্রেনীবিন্যাস

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

ফেসবুকে নানান ধরণের স্ট্যাটাসের ফুলঝুরি দেখে ভাবলাম আমিও একটা শ্রেনীবিন্যাস করে ফেলি। সেই সাথে ছোট্ট একটা করে সাইকোলজিকাল অ্যানালাইসিস ফ্রি! -------------------------------- স্ট্যাটাস ধরন ১ - "এই আমার গরুর/খাসির ছবি। এই হল দাম। " এরা বেশ সাদাসিধা ধরনের এবং কোন একটা বিচিত্র কারণে সদ্য কেনা গরু/খাসি নিয়ে বিশেষ উচ্ছ্বসিত এবং গর্বিত। -------------------------------- স্ট্যাটাস ধরন ২ - "উফফ্‌! কেন যে মানুষ 'স্ট্যাটাস ধরন ১' দিচ্ছে! খ্যাত্‌ কোথাকার।

" এদের গরু এখনো এসে পৌঁছায়নি। আসা মাত্র এরাও ২ থেকে ১ এ চলে যাবে। -------------------------------- স্ট্যাটাস ধরন ৩ - "আমি জ্ঞান বিতরন করতে পছন্দ করি। কাজেই উপদেশমূলক একখানা পোস্ট (ক্ষেত্র বিশেষে সচিত্র এবং সবক্ষেত্রেই বিচিত্র) দিলাম। " এরা গরু/খাসি ক্রয় প্রক্রিয়াটা পরিবারের অন্যান্যদের হাতে ন্যস্ত করে আরামে নেট ব্রাউজ করতেসে।

অলস, ফাঁকিবাজ এবং বেশ চালাক চতুর! -------------------------------- স্ট্যাটাস ধরন ৪ - "আমি উচ্চশিক্ষার্থে প্রবাসী। কাজেই আমি আপাতত দেশ এবং ঈদের ছুটি মিস করতেসি। " এদের দেখে বাকি গ্রুপ গুলো একই সাথে ঈর্ষা ও করুণা অনুভব করে। মানুষ বড় বিচিত্র! -------------------------------- স্ট্যাটাস ধরন ৫ - "আমি কোন জায়গাতেই খাপ খেলাম না (অথবা ১,২,৩ - তিনটাতেই কিছু সময় কাটিয়ে আসা হয়েছে)। কাজেই আমি নিজের বিজ্ঞতা জাহির করতে একখানা অ্যানালাইসিস মূলক পোস্ট লিখলুম।

" এই টাইপ গুলাকে কইষ্যা চড় লাগানো অতি আবশ্যক। আইসে! -------------------------------- ওয়েট... আমি যেন কোনটায় পড়লাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.