অবিন্যস্ত মনে কিছু ভালো লাগা
উকি দিয়ে যায় গোপনে আনমনে,
কখনওবা শেষ বিকালের একপশলা বৃষ্টির মতো
আলতো ভাবে ছুঁয়ে যাওয়ার অনুভূতি।
কখনওবা নববধূর আরক্ত দৃষ্টির আভার মতো
কুন্ঠিত আভরনের স্বলজ্জ্ব অনুভূতি।
হৃদয় থেকে হৃদয়ের গভীরতায়। ।
পরক্ষনে তন্ময় হয়ে থাকা হয় না
বোধটুকু আচ্ছন্ন হয়ে পরার নির্জীবতায়,
অন্ধকারের অক্টোপাশ ঘিরে ধরে
রাহুর গ্রাসে এলোমেলো হিংস্রতায়।
ভালো লাগার আলেয়ারা পালিয়ে বেড়ায়
দিন থেকে রাতে, রাত থেকে দিনে।
অবিন্যস্ত মনের বিন্যস্ত অসহায়তত্ত্বে। ।
তবুও বোধটুকু জাগিয়ে রাখার প্রানান্ত অপ্রাপ্তি
আর স্তব্ধতার শেষ সমন্বয়হীন নিরন্তরতায়,
চোখ মেলে রাখি সূদুর প্রান্তরের চিত্রপটে
বাকহীন কন্ঠের বিনীতো প্রার্থনায়।
এভাবেই চলে ক্রমাগত …
আলো-আধাঁরের বিবর্ণ বক্ররেখার জীবন,
আর অবলীলায় যাচ্ছে কেটে রাতদিন
আহ্নিক গতির বার্ষিক অক্ষরেখায়।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।