ঈদের সময় ব্লগের একটা কমন ক্যাচাল থাকেই, একটু পুরনো সবাই জানেন সেটা কি নিয়ে, তাই বিস্তারিত আর বললাম না। অনেকে এড়িয়েও চলেন এ ধরনের ক্যাচালমূলক পোস্ট। দুইদল নির্বোধের ক্যাচালে গিয়ে লাভ ই বা কি।
আমি নিজেও এড়িয়ে যাবার ই দলে। তারপর ও আজকে ওঙ্কার এর এই পোস্ট দেখে মেজাজ বিলা হইয়া গেল।
বুঝলাম না ওনার সমস্যাটা কি? একত্রিশে ডিসেম্বর, যেটা আমরা থার্টি ফার্স্ট হিসেবে চিনি, কবে থেকে বাঙালি কালচার হল? ঠিক কি খাইয়া ব্লগিং করতে বসলে এইটা লেখা সম্ভব বুঝতে পারতেছি না। কেউ বুঝায়া দিলে একটু ভাল হইত।
বিঃদ্রঃ পোস্টের শিরোনামের সাথে বিষয়বস্তুর কুন মিল নাই, কেউ মিল পাইলে সেইটা তার দোষ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।