আমাদের কথা খুঁজে নিন

   

শিরশ্ছেদের দৃশ্য মুছতে নারাজ ফেইসবুক

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সহিংস ভিডিও দর্শকদের মধ্যে দীর্ঘস্থায়ী মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চলতি বছরের মে মাসে ওই ধরনের সব ভিডিও ফেইসবুকে ব্যান করার ঘোষণা দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের সংস্থাটি জানায়, ব্যবহারকারীরা এখন কোনো ঝামেলা ছাড়াই ভিডিওগুলো দেখতে পারবে।
সম্প্রতি একজন পুরুষ কর্তৃক এক মহিলার শিরশ্ছেদের দৃশ্যের ভিডিওচিত্র ফেইসবুকে দেখা যাওয়ায় এ সমালোচনা শুরু হয়।
মনোবিজ্ঞানী ডা. অর্থার ক্যাসিটি এ বিষয়ে বলেন, “এ ধরনের ভিডিও খুব সহজেই মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষ করে তরুণদের মস্তিষ্কে এ বিষয়গুলো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। বিষয়টি যত বেশি রঙিন এবং আকর্ষণীয় হবে, তা মানসিকভাবে তত বেশি প্রভাব ফেলবে। ”
আত্মহত্যা নিরুৎসাহিত করার কাজে নিয়োজিত একটি দাতব্য সংস্থা এ বিষয়ের তীব্র নিন্দা করেছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তাবিষয়ক আরও দুজন পরামর্শক এর নিন্দা জানিয়েছেন।
ফেইসবুক থেকে সহিংসতাপূর্ণ ছবি, ভিডিও এবং অশালীন ছবি মুছে ফেলার অনুরোধ করেছে কয়েকটি দেশ ও সংস্থা।


কিছু ফেইসবুক ব্যবহারকারীও এ বিষয়গুলোর সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ওই ধরনের সহিংস ভিডিও পুরোপুরি মুছে ফেলা উচিত। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।