আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারণ জ্ঞান

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

এক দম্পতি আবহাওয়া পরিবর্তনের জন্য কক্সবাজারের সেন্ট মার্টিনে গিয়ে সাগর পাড়ে একটি তাবু খাটিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝ রাতে স্ত্রীর ঘুম ভেঙে গেলে স্বামীকে ডেকে বলল- এই তাড়াতাড়ি ওঠ। দেখ কী কাণ্ড হয়েছে! স্বামীর ঘুম ভাঙতেই সুন্দর আকাশ চোখে পড়ল।

স্ত্রীর প্রশ্ন- কী দেখছ? স্বামী বলল- অসংখ্য তারা। স্ত্রী জিজ্ঞেস করল- কিছু বুঝতে পারছ? স্বামী বলল- হ্যাঁ। জ্যোতির্বিদ হলে বলবে- রাতের আকাশ ভরা, ছায়াপথ গ্রহ তারা। জ্যোতিষী হলে বলতাম- শোন রাণী, সিংহ রাশিতে দেখছি শনি। সময়ের হিসেবে বলা যায়- রাত এখন সোয়া তিনটে হবে প্রায়।

ধর্মীয় দৃষ্টিতে বলি যদি মন, এসবই স্রষ্টার অপার নিদর্শন। আবহাওয়াবিদ হলে দিব পুর্বাভাষ, নির্মেঘ হইবে কালকে আকাশ। স্ত্রী বিরক্ত হয়ে বলল- আমি বলি কি আর উনি শুনেন কি? বলি কল্পনার রাজ্য ছেড়ে বাস্তবটা দেখ। কেউ আমাদের তাবুটা নিয়ে গেছে। স্বামী তখন বুঝতে পারল কেন এতক্ষণ শুয়ে আকাশ দেখতে পাচ্ছিল।

‘অসাধারণ জ্ঞানের ভীড়ে, সাধারণ জ্ঞান কেঁদে ফিরে। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।